Ajker Patrika

মিটফোর্ডে ব্যবসায়ী খুনের প্রতিবাদে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি  
আজ সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। ছবি: আজকের পত্রিকা
আজ সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যার ঘটনায় এবং সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের এস এস রোড হয়ে বাজার স্টেশন এলাকা ঘুরে মুক্তির সোপানে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বিক্ষোভ ও সমাবেশে শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

সমাবেশে বক্তব্য দেন সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী জুবায়ের আল ইসলাম সেজান, আব্দুস সবুর তালুকদার, মুনতাসীর মেহেদী হাসান ও আশিক প্রমুখ।

তাঁরা বলেন, সারা দেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। এসব ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বক্তারা এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত এবং একটি গণতান্ত্রিক পরিবেশ গঠনে সরকারের প্রতি আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিদেশ ভ্রমণে ভিসা পাওয়া কঠিন হচ্ছে

পাইলট ইচ্ছে করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

বিমানের কাঠমান্ডু ফ্লাইটে বোমাতঙ্ক: ছেলের পরকীয়া ঠেকাতে মিথ্যা তথ্য দিয়েছিলেন মা, জানাল র‍্যাব

দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ২৫

চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ শুল্ক আলোচনা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত