Ajker Patrika

নেত্রকোনায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা

নেত্রকোনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন এক যুবক। আজ শনিবার উপজেলার কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাবেয়া পারভীন (২৮) ও তাঁর স্বামী মো. রাশেদ মিয়া (৩৩)। উভয়েই ওই উপজেলার কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে পারিবারিক কলহের একপর্যায়ে রাশেদ মিয়া ঘরের দরজা বন্ধ করে কুড়াল দিয়ে স্ত্রী রাবেয়াকে কুপিয়ে জখম করেন। পরে তিনি নিজেই ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্বজন ও প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় রাবেয়া পারভীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কলমাকান্দা থানা-পুলিশ গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে প্রথমে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন রাশেদ। পরে নিজে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার পথ বেছে নেন। ঘটনাস্থল থেকে রক্তমাখা কুড়াল উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত