আবুল কালাম আজাদ, চারঘাট
রাজশাহীর চারঘাটের ইউসুফপুর উপস্বাস্থ্য কেন্দ্রে উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও ফার্মাসিস্ট পদ থাকলেও শুধু একজন ফার্মাসিস্ট দিয়েই চলছে স্বাস্থ্যকেন্দ্রটি। মোস্তাকিন হোসেন নামের ফার্মাসিস্ট প্রায় তিন বছর ধরে সব দায়িত্ব একাই পালন করছেন। করোনার ভয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী কমে যাওয়ায় ইউসুফপুর উপস্বাস্থ্য কেন্দ্রে রোগীর সংখ্যা বেড়েছে। প্রসূতিসেবা নিতে আসা রোগীরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। এর পরেও প্রতিদিন ৪০-৫০ জন সাধারণ রোগীকে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে মোস্তাকিন হোসেনকে।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্র জানায়, ইউসুফপুর উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা গোলাম মাসুদ তিন বছর আগে বদলি হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় যোগ দেন। এর এক মাস পর পরিবার কল্যাণ পরিদর্শক কামরুন নাহারও অবসরে যান। আয়া পদে আলেয়া ইসলাম নামে একজন কর্মরত আছেন। ফলে গত তিন বছর ধরে ফার্মাসিস্ট মোস্তাকিন হোসেন একাই সব দায়িত্ব পালন করছেন।
ফার্মাসিস্ট মোস্তাকিন হোসেন বলেন, আইন অনুসারে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ফার্মাসিস্ট রোগীকে ওষুধ সরবরাহ করবেন। রোগীকে ওষুধ খাওয়ার নিয়ম বলে দেবেন। স্বাস্থ্যকেন্দ্রের বরাদ্দকৃত ওষুধ তাঁর হেফাজতে সংরক্ষিত থাকবে। রোগী দেখা বা রোগীর ব্যবস্থাপত্র লেখা তাঁর এখতিয়ারবহির্ভূত। স্বাস্থ্যকেন্দ্রের সব দায়িত্ব পালন করা তাঁর কাজ নয়। অথচ তাঁকে একসঙ্গে রোগীও দেখতে হচ্ছে, আলমারি খুলে ওষুধ দেওয়াসহ স্বাস্থ্যকেন্দ্রের সব দায়িত্ব তাঁকে পালন করতে হচ্ছে। তিনি কোনো ছুটিও নিতে পারছেন না। প্রতিদিন তাঁকে ৪০ থেকে ৫০ জন রোগী সামাল দিতে হচ্ছে।
দেখা যায়, রোগীর সমস্যার কথা শুনে ওষুধ দিচ্ছেন মোস্তাকিন। তবে কোনো ব্যবস্থাপত্র দিচ্ছেন না। মুখে মুখে ওষুধ খাওয়ার নিয়ম বলে দিচ্ছেন। সমস্যাগুলো লিপিবদ্ধ করে রাখছেন।
মোস্তাকিন হোসেন বলেন, মুখে নিয়ম বলে দেওয়ায় অনেক বয়স্ক রোগী বাড়িতে গিয়ে ওষুধ খাওয়ার নিয়ম ভুলে যান। অনেকেই পরদিন আবার নিয়ম জানতে স্বাস্থ্যকেন্দ্রে আসেন। আইনত ফার্মাসিস্ট ব্যবস্থাপত্র লিখতে পারেন না।
এ বিষয়ে ইউসুফপুর ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন বলেন, জনবলের সংকটে ইউসুফপুর উপস্বাস্থ্য কেন্দ্রটি ধুঁকছে। শুধু ফার্মাসিস্ট ছাড়া কোনো কর্মকর্তা নেই। চিকিৎসা না পেয়ে লোকজন ফেরত যাচ্ছে। প্রসূতি মায়েদের সমস্যা হলে ১৫ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হয়।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল ফেরদৌস বলেন, ওই উপস্বাস্থ্য কেন্দ্রে সাময়িক সমস্যা চলছে। তবে সেখানে নতুন ভবন নির্মাণ করা হবে। শিগগিরই সেখানে একজন কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহীর চারঘাটের ইউসুফপুর উপস্বাস্থ্য কেন্দ্রে উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও ফার্মাসিস্ট পদ থাকলেও শুধু একজন ফার্মাসিস্ট দিয়েই চলছে স্বাস্থ্যকেন্দ্রটি। মোস্তাকিন হোসেন নামের ফার্মাসিস্ট প্রায় তিন বছর ধরে সব দায়িত্ব একাই পালন করছেন। করোনার ভয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী কমে যাওয়ায় ইউসুফপুর উপস্বাস্থ্য কেন্দ্রে রোগীর সংখ্যা বেড়েছে। প্রসূতিসেবা নিতে আসা রোগীরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। এর পরেও প্রতিদিন ৪০-৫০ জন সাধারণ রোগীকে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে মোস্তাকিন হোসেনকে।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্র জানায়, ইউসুফপুর উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা গোলাম মাসুদ তিন বছর আগে বদলি হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় যোগ দেন। এর এক মাস পর পরিবার কল্যাণ পরিদর্শক কামরুন নাহারও অবসরে যান। আয়া পদে আলেয়া ইসলাম নামে একজন কর্মরত আছেন। ফলে গত তিন বছর ধরে ফার্মাসিস্ট মোস্তাকিন হোসেন একাই সব দায়িত্ব পালন করছেন।
ফার্মাসিস্ট মোস্তাকিন হোসেন বলেন, আইন অনুসারে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ফার্মাসিস্ট রোগীকে ওষুধ সরবরাহ করবেন। রোগীকে ওষুধ খাওয়ার নিয়ম বলে দেবেন। স্বাস্থ্যকেন্দ্রের বরাদ্দকৃত ওষুধ তাঁর হেফাজতে সংরক্ষিত থাকবে। রোগী দেখা বা রোগীর ব্যবস্থাপত্র লেখা তাঁর এখতিয়ারবহির্ভূত। স্বাস্থ্যকেন্দ্রের সব দায়িত্ব পালন করা তাঁর কাজ নয়। অথচ তাঁকে একসঙ্গে রোগীও দেখতে হচ্ছে, আলমারি খুলে ওষুধ দেওয়াসহ স্বাস্থ্যকেন্দ্রের সব দায়িত্ব তাঁকে পালন করতে হচ্ছে। তিনি কোনো ছুটিও নিতে পারছেন না। প্রতিদিন তাঁকে ৪০ থেকে ৫০ জন রোগী সামাল দিতে হচ্ছে।
দেখা যায়, রোগীর সমস্যার কথা শুনে ওষুধ দিচ্ছেন মোস্তাকিন। তবে কোনো ব্যবস্থাপত্র দিচ্ছেন না। মুখে মুখে ওষুধ খাওয়ার নিয়ম বলে দিচ্ছেন। সমস্যাগুলো লিপিবদ্ধ করে রাখছেন।
মোস্তাকিন হোসেন বলেন, মুখে নিয়ম বলে দেওয়ায় অনেক বয়স্ক রোগী বাড়িতে গিয়ে ওষুধ খাওয়ার নিয়ম ভুলে যান। অনেকেই পরদিন আবার নিয়ম জানতে স্বাস্থ্যকেন্দ্রে আসেন। আইনত ফার্মাসিস্ট ব্যবস্থাপত্র লিখতে পারেন না।
এ বিষয়ে ইউসুফপুর ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন বলেন, জনবলের সংকটে ইউসুফপুর উপস্বাস্থ্য কেন্দ্রটি ধুঁকছে। শুধু ফার্মাসিস্ট ছাড়া কোনো কর্মকর্তা নেই। চিকিৎসা না পেয়ে লোকজন ফেরত যাচ্ছে। প্রসূতি মায়েদের সমস্যা হলে ১৫ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হয়।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল ফেরদৌস বলেন, ওই উপস্বাস্থ্য কেন্দ্রে সাময়িক সমস্যা চলছে। তবে সেখানে নতুন ভবন নির্মাণ করা হবে। শিগগিরই সেখানে একজন কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
২ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৩ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৩ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
৩ ঘণ্টা আগে