Ajker Patrika

নাটোরে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ

নাটোর প্রতিনিধি
নাটোরে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ

নাটোরে বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে নাটরে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়েছে। আজ রোববার ভোর সাড়ে ৫টায় চাঁদপুর এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপির নেতা-কর্মীরা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ চলার সময় যানবাহনহীন সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় তাঁরা টায়ারে আগুন দেন। এরপর মিছিল নিয়ে সামনে অগ্রসর হয়। 

এ বিষয়ে জানতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীনকে কল দেওয়া হলে তিনি ধরেননি। 
 
এদিকে জেলা পুলিশ সুপার তারিকুল ইসলামকে কল করা হলে তাঁকেও পাওয়া যায়নি। 

এদিকে শহরের কানাইখালী পুরোনো বাসস্ট্যান্ডে একই স্থানে পাশাপাশি প্যান্ডেল বানিয়ে পৃথকভাবে অবরোধবিরোধী অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ এবং সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারীরা। সকাল থেকে বাসস্ট্যান্ড এলাকার কাশেম প্লাজার নিচে সংসদ শিমুলের অনুসারীরা অবস্থান নেন। পাশেই জনতা ব্যাংকের নিচে কর্মসূচি পালন করে জেলা আওয়ামী লীগ। একইস্থানে কর্মসূচি পালন করায় শহরবাসী মনে আতঙ্ক বিরাজ করছে। 

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু বলেন, জেলা আওয়ামী লীগের যারা সদস্য তাঁরা একসঙ্গে জেলা আওয়ামী লীগের ব্যানারেই অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচি পালন করছেন। অতীতেও এটা করা হয়েছে। জেলা আওয়ামী লীগের বাইরে কেউ কর্মসূচি পালন করছে কি না তা জানা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত