Ajker Patrika

রাজশাহীতে পারটেক্স ও ফোমের গুদামে অগ্নিকাণ্ড

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১২: ৩০
রাজশাহীতে পারটেক্স ও ফোমের গুদামে অগ্নিকাণ্ড

রাজশাহীর কাদিরগঞ্জ মসজিদ এলাকার একটি পারটেক্স ও ফোমের গুদামে আগুন লেগেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। 

স্থানীয়রা বলেন, শহিদুল ইসলাম বাচ্চু নামে এক ব্যক্তির মাস্টার এগ্রো অ্যান্ড হার্ডওয়্যারের গুদামের বাইরে সংস্কারের কাজ চলছিল। সেখানে একটি ওয়েল্ডিংয়ের ঝালাইয়ের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

রাজশাহীতে পারটেক্স ও ফোমের গুদামে আগুন লেগেছেফায়ার সার্ভিসের রাজশাহীর উপপরিচালক দিদারুল আলম বলেন, গুদামে ফোম, আঠাসহ দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে দেরি হচ্ছে। তবে ভেতরে কেউ আটকা পড়েনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত