Ajker Patrika

বঙ্গবন্ধুর ম্যুরালের বেদি অত্যন্ত পবিত্র স্থান, জুতা পায়ে ওঠা ঠিক না: ইউএনওর কাণ্ডে এমপি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৮: ৫০
বঙ্গবন্ধুর ম্যুরালের বেদি অত্যন্ত পবিত্র স্থান, জুতা পায়ে ওঠা ঠিক না: ইউএনওর কাণ্ডে এমপি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের বেদিতে জুতা পায়ে শ্রদ্ধা জানানোর অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কয়েকজন আওয়ামী লীগ নেতার ওপর। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি আব্দুল ওদুদ বলেছেন, বঙ্গবন্ধু ম্যুরালের বেদি অত্যন্ত পবিত্র জায়গা। জুতা পায়ে ওঠা ঠিক নয়।

শনিবার রাতে গণহত্যা দিবস উপলক্ষে নাচোল উপজেলা প্রশাসন মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে এ ঘটনার অভিযোগ ওঠে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমীন বলেন, ‘আমরা মূল বেদির বাইরে ছিলাম। মূল বেদিতে জুতা পায়ে দিয়ে ওঠার কোনো প্রশ্নই ওঠে না।’

ইউএনওর সঙ্গে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাদেরও সেখানে দেখা গেছে।  এমন ছবি ফেসবুকসহ মোবাইলে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে সমালোচনা শুরু হয়। অনেকে বিষয়টিকে বঙ্গবন্ধুকে অবমাননা করার অভিযোগ তোলেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি আব্দুল ওদুদ বলেন, ‘বঙ্গবন্ধুর ম্যুরালের বেদি অত্যন্ত পবিত্র জায়গা। কেউ জুতা পায়ে দিয়ে উঠতে পারে না। এমনটি যদি হয়ে থাকে তাহলে এটি ঠিক হয়নি। এ জন্য সবাইকে আরও সতর্ক থাকতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত