Ajker Patrika

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের জুতাপেটা করার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ২২: ২৭
প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের জুতাপেটা করার অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে কুন্দইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির বেশ কয়েকজন শিক্ষার্থীকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকেরা আজ রোববার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেছেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমান বলেন, ‘এ বিষয়ে অভিযোগের কপি পেয়েছি। দু-এক দিনের মধ্যে বিষয়টি লিখিত আকারে উপজেলা শিক্ষা অফিসারকে জানাব। তিনি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।’

অভিভাবক শফিকুল ইসলাম শফি লিখিত অভিযোগে বলেছেন, ‘আমরা কুন্দইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-অভিভাবক। আমার ছেলে এবং অন্য অভিভাবকের ছেলেরা নিয়মিত তৃতীয় শ্রেণির ছাত্র। কুন্দইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা খাতুন গত ৭ নভেম্বর ক্লাস চলাকালে অহেতুক ছাত্রদের জুতা দিয়ে মারধর করেন। এ ধরনের খামখেয়ালি কাজের জন্য তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

তবে অভিযোগ অস্বীকার করে কুন্দইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা খাতুন বলেন, ‘আমি মানুষ গড়ার কারিগর। আমি ছাত্রদের জুতা দিয়ে পেটাতে পারি না। এই অভিযোগ সত্য নয়। যিনি অভিযোগ করেছেন, তাঁর চাচা জালাল উদ্দিন শিক্ষকদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন। তাঁর অভিযোগ, আমি তাঁকে ভোট দিইনি। এর পর থেকে তিনি আমার ওপর ক্ষুব্ধ। আর যেদিন ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে, সেদিন বা পরদিন অভিযোগ দেওয়া হয়নি। আজ হঠাৎ কেন অভিযোগ করলেন। এটি ষড়যন্ত্র।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত