Ajker Patrika

আধিপত্য বিস্তার নিয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিপক্ষ বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে শতাধিক ককটেল বিস্ফোরণ করা হয়। এরপর চালানো হয় ভাঙচুর ও লুটপাট। এর আগের দিন সন্ধ্যায় একই বাড়িতে ককটেল ছোড়া হয়।

স্থানীয়দের অভিযোগ, সরকারি চাল চুরির মামলাসহ বিস্ফোরক আইনের একাধিক মামলার আসামি জিয়াউর রহমান এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না। সম্প্রতি মহানন্দা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দ্বন্দ্বের সময় প্রকাশ্যে অবৈধ অস্ত্র প্রদর্শন করেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউপি সদস্য জিয়া প্রতিপক্ষকে ঘায়েল করতে আমবাগান ও ফসলি জমিতে ককটেল মজুত করেছেন। কিশোর গ্যাংয়ের সদস্যরাও এতে সক্রিয়। জিয়ার ছেলে রিশান ও স্কুলপাড়ার আমিরুল ইসলামকে এসব কিশোর গ্যাংয়ের অন্যতম নেতৃত্ব বলা হচ্ছে। তাদের কাছে বিদেশি অস্ত্রও রয়েছে বলে দাবি স্থানীয়দের।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘চরাঞ্চলের মানুষ উচ্ছৃঙ্খল। গ্রুপিংয়ের কারণে উত্তেজনা ছড়াচ্ছে। বৃহস্পতিবার রাতে ককটেল বিস্ফোরণের খবর পেয়েছিলাম। তবে বৃষ্টির কারণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়নি। পরে ইসলামপুর ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি দেখে এসেছে। শুক্রবার সকালেও দুই পক্ষ মুখোমুখি হয়েছিল। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পরিস্থিতি এখন স্বাভাবিক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারা দেশে আরও ১০ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

পাথর দিয়ে মাথা থেঁতলে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

রামদা হাতে ভাইরাল সেই সাবেক যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা

জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া রাইদা হতে চায় চিকিৎসক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত