কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ২৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবক। স্মৃতি হারিয়ে ফেলার কারণে তিনি নিজের নাম, পরিচয় কিংবা ঠিকানা কিছুই বলতে পারছেন না। তাঁর মুখে শুধু একটিই কথা, কেউ একজন ট্রেন থেকে নেমে যেতে বলেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৬ জুন) রাত ১১টার দিকে উপজেলা পরিষদের গেটের সামনে এক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে মারুফ ও আবু হাসান নামের দুই স্থানীয় যুবক তাঁর সঙ্গে কথা বলেন। তবে তিনি কোনো তথ্য দিতে পারেননি। পরে তাঁরা মানবিকতার জায়গা থেকে তাঁকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
স্থানীয় যুবক আবু হাসান বলেন, ‘আমরা তার পরিচয় বারবার জানতে চেয়েছি, কিন্তু কোনো কিছুই বলতে পারেনি। এরপর হাসপাতালে নিয়ে যাই এবং বিভিন্নভাবে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শাকিলা খাতুন জানান, চিকিৎসা অব্যাহত রয়েছে। এখন তিনি দৈনন্দিন কাজ যেমন খাওয়াদাওয়া, হাঁটাচলা স্বাভাবিকভাবেই করতে পারছেন। তবে নাম-ঠিকানা বলতে পারছেন না।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার অভিজিৎ সাহা জানান, ছেলেটিকে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে। বিষয়টি থানাকেও জানানো হয়েছে।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমিন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘তার খাবার গ্রহণ ও টয়লেট ব্যবহারে কোনো সমস্যা নেই, সবকিছুই স্বাভাবিক। তবে সে নিজের পরিচয় স্পষ্ট করে বলতে পারছে না। শুধু এটুকু বলছে, কেউ একজন তাকে ট্রেন থেকে নামিয়ে দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়তো সে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিল, অথবা নিজেই কোনো অভিনয় করছে। তবে আমরা আমাদের দায়িত্ব থেকে তাকে সুস্থ করে তুলতে চেষ্টা করছি এবং তার পরিবারের সন্ধান চালিয়ে যাচ্ছি।’
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ২৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবক। স্মৃতি হারিয়ে ফেলার কারণে তিনি নিজের নাম, পরিচয় কিংবা ঠিকানা কিছুই বলতে পারছেন না। তাঁর মুখে শুধু একটিই কথা, কেউ একজন ট্রেন থেকে নেমে যেতে বলেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৬ জুন) রাত ১১টার দিকে উপজেলা পরিষদের গেটের সামনে এক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে মারুফ ও আবু হাসান নামের দুই স্থানীয় যুবক তাঁর সঙ্গে কথা বলেন। তবে তিনি কোনো তথ্য দিতে পারেননি। পরে তাঁরা মানবিকতার জায়গা থেকে তাঁকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
স্থানীয় যুবক আবু হাসান বলেন, ‘আমরা তার পরিচয় বারবার জানতে চেয়েছি, কিন্তু কোনো কিছুই বলতে পারেনি। এরপর হাসপাতালে নিয়ে যাই এবং বিভিন্নভাবে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শাকিলা খাতুন জানান, চিকিৎসা অব্যাহত রয়েছে। এখন তিনি দৈনন্দিন কাজ যেমন খাওয়াদাওয়া, হাঁটাচলা স্বাভাবিকভাবেই করতে পারছেন। তবে নাম-ঠিকানা বলতে পারছেন না।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার অভিজিৎ সাহা জানান, ছেলেটিকে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে। বিষয়টি থানাকেও জানানো হয়েছে।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমিন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘তার খাবার গ্রহণ ও টয়লেট ব্যবহারে কোনো সমস্যা নেই, সবকিছুই স্বাভাবিক। তবে সে নিজের পরিচয় স্পষ্ট করে বলতে পারছে না। শুধু এটুকু বলছে, কেউ একজন তাকে ট্রেন থেকে নামিয়ে দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়তো সে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিল, অথবা নিজেই কোনো অভিনয় করছে। তবে আমরা আমাদের দায়িত্ব থেকে তাকে সুস্থ করে তুলতে চেষ্টা করছি এবং তার পরিবারের সন্ধান চালিয়ে যাচ্ছি।’
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তি কেন ক্রোক করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। ঋণখেলাপির দায়ে ব্যাংক এশিয়ার করা মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দিন আজ মঙ্গলবার এই আদেশ দেন।
১ ঘণ্টা আগেপুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) বিবস্ত্র করে এলোপাতাড়ি পেটানোর পর মৃত্যু নিশ্চিত করতে সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করা হয়। তাঁর মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত নৃশংস নির্যাতন চালাতে থাকেন মাহমুদুল হাসান মহিন, সহযোগী মোহাম্মদ নান্নু কাজীসহ (৩৩) আসামিরা। নান্নু কাজীকে
১ ঘণ্টা আগেরাজশাহীর তানোর থানার সামনে থেকে এক যুবককে ধরে প্রেসক্লাবে নিয়ে তল্লাশি করেছেন একদল সাংবাদিক ও স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে মাদকদ্রব্য রাখার অভিযোগ তুলে তাঁকে পুলিশে দেওয়ার ভয় দেখানো হয়। পুলিশে না দেওয়ার জন্য দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। দিতে রাজি না হলে ওই যুবককে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ওই যুবক
১ ঘণ্টা আগেমানিকগঞ্জে পুলিশ হাউজিং সোসাইটির নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভবন নির্মাণে নিরাপত্তাবেষ্টনী না থাকায় এমন মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
১ ঘণ্টা আগে