Ajker Patrika

আগামী শিক্ষাবর্ষে লিখিত পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি: উপাচার্য

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ২২: ৩৩
Thumbnail image
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ মাঠে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সময় লিখিত পরীক্ষা নেওয়া হবে। এটি আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর করা হবে।

গতকাল শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ মাঠে ছাত্র-শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ এস এম আমানুল্লাহ এসব কথা বলেন। এ সময় তিনি বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের ঘোষণা দেন।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের পৃষ্ঠপোষকতায় সমাবেশে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় সেশনজট মুক্ত করা হবে।

আমানুল্লাহ বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে লিখিত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমানে নন-এমপিওভুক্ত কলেজগুলোকে এমপিওকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

সমাবেশে শিক্ষার মান ও ছাত্র-শিক্ষক একাডেমিক সম্পর্ক উন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি কে এস মোস্তাফিজুর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ হাসনাত আলী ও বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক (কলেজ) আব্দুল হাই সিদ্দিক সরকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পরিচালক রফিকুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম রফিকুল ইসলাম, মহাস্থান মাহীসওয়ার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান, শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম রতন, পিরব ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন, বালুয়াহাট কলেজের অধ্যক্ষ আহসান কবির।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও সাংবাদিকসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন। সমাবেশে অতিথিদের বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত