Ajker Patrika

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় কাউন্সিলর কারাগারে

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় কাউন্সিলর কারাগারে

বগুড়ায় বিএনপি নেতা ও পরিবহন ব্যবসায়ী অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর আমিনুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আমিনুল শহরের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। 

বুধবার বেলা ১১টার দিকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রবিউল আলম এ আদেশ দেন। বগুড়া কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জী এ তথ্য নিশ্চিত করেন। 

সুব্রত ব্যানার্জী বলেন, শাহীন হত্যা মামলায় আমিনুল ইসলাম উচ্চ আদালতের জামিনে ছিলেন। আজ (বুধবার) তাঁর নিম্ন আদালতে হাজির হওয়ার তারিখ ছিল। আমিনুল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

 ২০১৯ সালের ১৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে শহরের উপশহর পরিবহন ব্যবসায়ী শাহীনকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে ১৬ এপ্রিল আমিনুলকে প্রধান আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন নিহত শাহীনের স্ত্রী। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে আরও ১১ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় বলা হয়েছে বগুড়া মোটর মালিক গ্রুপের চলমান বিরোধ নিয়ে শাহীনকে হত্যা করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত