Ajker Patrika

আড়াই কোটি টাকার হেরোইনসহ ৩ মাদক কারবারি আটক

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৮: ০০
আড়াই কোটি টাকার হেরোইনসহ ৩ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৬৩০ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন র‍্যাব-১২ সিরাজগঞ্জের সদস্যরা। এ সময় তিন মাদক কারবারি এবং হেরোইন পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।

আজ রোববার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুলে অবস্থিত র‍্যাব-১২-এর সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২-এর মেজর কাজী আলমগীর হোসেন।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সয়দাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ব্রাহ্মণ গ্রামের কামাল উদ্দিনের ছেলে কামরুজ্জামান রনি, সুলতানগঞ্জ এলাকার শামচুল হুদার ছেলে রাশিদুল হক মনি এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার শফিকুল ইসলামের ছেলে শাকিল আহম্মেদ।

এই মাদক সরবরাহকারী চক্রটি দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত