Ajker Patrika

নওগাঁয় বজ্রপাতে নিহত ৪

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২৩, ২১: ৪৬
নওগাঁয় বজ্রপাতে নিহত ৪

নওগাঁয় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে জেলার পত্নীতলা ও পোরশা উপজেলার পৃথক স্থানে এ মৃত্যুর ঘটনা ঘটে। 

নিহতরা হলেন পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের খাদেমুল ইসলাম (৪৫) ও মোতাহার হোসেন (৩৫); দিবর ইউনিয়নের ছোট মহারন্দী গ্রামের মাসুদ রানা (১৯) এবং পোরশা উপজেলার নীতপুর সোহাতী গ্রামের তছির উদ্দিন মণ্ডলের ছেলে আজিজুল হক (৬৫)। 

স্থানীয়দের বরাত দিয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, বিকেলে খাদেমুল ইসলাম ও মোতাহার হোসেন নিজ এলাকায় একটি আমবাগানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলে বজ্রপাতে দুজনই মারা যান। অপর দিকে ছোট মহারন্দী এলাকার মাসুদ রানা নামে এক ব্যক্তিও বিকেলে আমবাগানে কাজ করছিলেন। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান। পরে স্বজন ও স্থানীয়রা তাঁদের লাশ উদ্ধার করেন। 

এদিকে পোরশার নীতপুরে বাড়ির পাশে মাঠে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে আজিজুল হক নামে এক কৃষক মারা গেছেন। 

এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, আজিজুল হক বিকেলে গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে যান। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনেরা গিয়ে আজিজুলের লাশ উদ্ধার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত