প্রতিনিধি
বদলগাছী (নওগাঁ): করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রায় দেড় বছর ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এই সুযোগে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ভেঙে দোকানঘর নির্মাণ করছেন এক মাদ্রাসার সুপার। ঘটনাটি নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল নূরানী দাখিল মাদ্রাসায় ঘটেছে।
সরেজমিনে দেখা গেছে, কেশাইল নূরানী দাখিল মাদ্রাসার রাস্তাসংলগ্ন তিনটি শ্রেণিকক্ষ ভেঙে দোকানঘর নির্মাণের কাজ চলছে। এ ছাড়া আরও চারটিসহ মোট সাতটি দোকানঘর নির্মাণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাদ্রাসার অফিস বন্ধ। তবে দুজন নির্মাণশ্রমিক কাজ করছিলেন।
নির্মাণশ্রমিকেরা জানান, সবুজ নামের একজন তাঁদের এই শ্রেণিকক্ষ ভেঙে দোকানঘর নির্মাণের কাজ দিয়েছেন। সবুজ এই মাদ্রাসার কেউ নন। তিনি কীটনাশকের দোকান করার জন্য শ্রেণিকক্ষটি ভেঙে ফেলেন।
মাদ্রাসার আশপাশের দোকানিরা জানান, শ্রেণিকক্ষ ভেঙে দিয়ে দোকানঘর নির্মাণ করছেন মাদ্রাসার সুপার। এরই মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সম্প্রতি বিদ্যুৎসংযোগ কেটে দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, মাদ্রাসার নিয়মশৃঙ্খলা বলতে কিছু নেই। শ্রেণিকক্ষ ভাঙার ব্যাপারে অনেকবার নিষেধ করা হয়েছে। কিন্তু কে শোনে কার কথা।
এ বিষয়ে মাদ্রাসার সুপার মো. মোহসীন আলী এবং ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল জলিলের সঙ্গে কথা বলার জন্য বিভিন্ন নম্বর থেকে একাধিকবার ফোন করলেও তাঁরা রিসিভ করেননি। পরে তাঁদের ফোনে মেসেজ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। শুধু তা–ই নয়, একাধিকবার মাদ্রাসায় গিয়েও তাঁদের দেখা পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিনের কাছে বিষয়টির সত্যতা জানতে চাইলে তিনি বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। দ্রুত তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেব।'
উল্লেখ্য, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি ২০০২ সালে এমপিওভুক্ত হয়। মাদ্রাসায় ১৬ জন শিক্ষকসহ মোট ২০ জন স্টাফ রয়েছেন। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা ১৫০।
বদলগাছী (নওগাঁ): করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রায় দেড় বছর ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এই সুযোগে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ভেঙে দোকানঘর নির্মাণ করছেন এক মাদ্রাসার সুপার। ঘটনাটি নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল নূরানী দাখিল মাদ্রাসায় ঘটেছে।
সরেজমিনে দেখা গেছে, কেশাইল নূরানী দাখিল মাদ্রাসার রাস্তাসংলগ্ন তিনটি শ্রেণিকক্ষ ভেঙে দোকানঘর নির্মাণের কাজ চলছে। এ ছাড়া আরও চারটিসহ মোট সাতটি দোকানঘর নির্মাণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাদ্রাসার অফিস বন্ধ। তবে দুজন নির্মাণশ্রমিক কাজ করছিলেন।
নির্মাণশ্রমিকেরা জানান, সবুজ নামের একজন তাঁদের এই শ্রেণিকক্ষ ভেঙে দোকানঘর নির্মাণের কাজ দিয়েছেন। সবুজ এই মাদ্রাসার কেউ নন। তিনি কীটনাশকের দোকান করার জন্য শ্রেণিকক্ষটি ভেঙে ফেলেন।
মাদ্রাসার আশপাশের দোকানিরা জানান, শ্রেণিকক্ষ ভেঙে দিয়ে দোকানঘর নির্মাণ করছেন মাদ্রাসার সুপার। এরই মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সম্প্রতি বিদ্যুৎসংযোগ কেটে দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, মাদ্রাসার নিয়মশৃঙ্খলা বলতে কিছু নেই। শ্রেণিকক্ষ ভাঙার ব্যাপারে অনেকবার নিষেধ করা হয়েছে। কিন্তু কে শোনে কার কথা।
এ বিষয়ে মাদ্রাসার সুপার মো. মোহসীন আলী এবং ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল জলিলের সঙ্গে কথা বলার জন্য বিভিন্ন নম্বর থেকে একাধিকবার ফোন করলেও তাঁরা রিসিভ করেননি। পরে তাঁদের ফোনে মেসেজ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। শুধু তা–ই নয়, একাধিকবার মাদ্রাসায় গিয়েও তাঁদের দেখা পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিনের কাছে বিষয়টির সত্যতা জানতে চাইলে তিনি বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। দ্রুত তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেব।'
উল্লেখ্য, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি ২০০২ সালে এমপিওভুক্ত হয়। মাদ্রাসায় ১৬ জন শিক্ষকসহ মোট ২০ জন স্টাফ রয়েছেন। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা ১৫০।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো ভবনের আগুন প্রায় ২৭ ঘণ্টার চেষ্টায় নিভেছে। এর আগেই ভবনে থাকা আমদানি করা সব পণ্য পুড়ে গেছে। এগুলোর মধ্যে ছিল জীবন রক্ষাকারী ওষুধ তৈরির কাঁচামাল, গার্মেন্টস পণ্য, কম্পিউটার ও মোবাইলের যন্ত্রাংশ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের
৩ মিনিট আগেবাগেরহাটের মোংলা ও খুলনার দাকোপ উপজেলার ১০ হাজারের বেশি শ্রমিককে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে দুটি নদী পার হয়ে প্রতিদিন কর্মস্থল মোংলা ইপিজেড ও মোংলা বন্দর শিল্পাঞ্চলে আসা-যাওয়া করতে হয়। এসব কর্মজীবী মানুষকে পারাপারে ট্রলারচালক ও মালিক সমিতি কোনো নিয়মনীতির তোয়াক্কা করে না বলে অভিযোগ রয়েছে।
৯ মিনিট আগেসুনামগঞ্জের যাদুকাটা নদীতে চলছে বালু লুটের মহোৎসব। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে রয়েছে নদীর তীরবর্তী বসতবাড়ি ও কৃষিজমি থেকে শুরু করে রাস্তাঘাট, ৮৬ কোটি টাকার আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতু এবং ঐতিহ্যবাহী অদ্বৈত মন্দিরের মতো স্থাপনা।
১২ মিনিট আগেচট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সারিবদ্ধ আটটি কফিন। প্রতিটিতে শায়িত একেকজন প্রবাসী। কিছুদিন আগেই তাঁরা হাসিমুখে বিদেশে পাড়ি দিয়েছিলেন। সন্তানের কপালে চুমু দিয়ে, স্ত্রীকে সন্তানের দায়িত্ব বুঝিয়ে দিয়ে দেশ ছেড়েছিলেন। মা-বাবার কাছে আরজি ছিল, ‘নিজের খেয়াল রেখো।’ কিন্তু আজ তাঁরা নিথর।
১৬ মিনিট আগে