Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে ট্রলি-অটোরিকশার সংঘর্ষে নিহত ১ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ট্রলি-অটোরিকশার সংঘর্ষে নিহত ১ 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে মো. কামাল হোসেন (৪৭) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

আজ বুধবার বিকেল শিবগঞ্জ উপজেলার ধোবপুকুর-ভোলাহাট আঞ্চলিক সড়কের মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারী-একবরপুর গ্রামের মো. সাজ্জাদ হোসেনের ছেলে। তিনি ওই অটোরিকশার চালক ছিলেন।

আহত ব্যক্তিরা হলেন—বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামের লু’ফল মো. মোখলেশ আলী (৬৫) ও বিনোদপুর ইউনিয়নের পাঁকাটোলা ইউনুস আলীর ছেলে মোহাম্মদ (৭৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, খোঁয়া বোঝাই একটি ট্রলি ভোলাহাটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা মোবারকপুর উপরটোলা গ্রামে পৌঁছালে ট্রলিটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। চালক ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতের দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক আহত ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামে ট্রলি-অটোরিকশার সংঘর্ষে একজন মারা গেছেন। দুজন গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত