ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় এক ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ উঠেছে চেয়ারম্যান কার্যালয়ের গোপনীয় সহকারী (সিএ) খোকন মিয়ার বিরুদ্ধে। মারপিটের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়েছেন বলে জানা গেছে। অভিযুক্ত খোকন চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশার ছেলে। রোববার দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
খোকন মিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে সিএ পদে চাকরি করেন। মারধরের শিকার ব্যবসায়ী আবু ছালাম সুলতান হাটা গ্রামের মমতাজ আলীর ছেলে।
থানায় লিখিত অভিযোগে জানা গেছে, আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশার সঙ্গে ব্যবসায়ী আবু ছালামের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। প্রায় ১০ দিন আগে আলেপ বাদশা গ্রুপের রাকিব ও জিহাদ মাদকদ্রব্য সেবন করে আবু ছালামের ভাই শরিফকে মারপিট করেন। পরে শনিবার বিকেলে চিকাশি মফিজ মোড়ে আবু ছালামের ভাতিজা সাকিবুল ইসলাম জুবায়েরকেও আলেপ বাদশার লোকজন মারপিট করেন। এ সময় স্থানীয় নুরে আলম, পায়েল ও সুমন এগিয়ে আসলে আলেপ বাদশার লোকজন তাঁদের মারপিটে আহত করে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ ঘটনায় ব্যবসায়ী আবু ছালাম বাদী হয়ে আজ রোববার সকালে থানায় লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগে আলেপ বাদশা ও তাঁর ছেলে খোকন মিয়াসহ সাতজনকে আসামি করা হয়।
অভিযোগে আরও জানা গেছে, অভিযোগ দায়েরের পর ব্যবসায়ী আবু ছালাম রোববার দুপুরে উপজেলা পরিষদে যান। এ সময় আওয়ামী লীগ নেতার ছেলে খোকন মিয়া তাঁকে একা পেয়ে উপজেলা পরিষদ চত্বরে মারপিট করেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পরলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে অভিযুক্ত খোকন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘কার্যালয়ের সামনে গালি দেওয়ায় আবু ছালামের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তাঁকে মারপিটের অভিযোগ সঠিক না।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করা হয়। ব্যবসায়ীর অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বগুড়ার ধুনট উপজেলায় এক ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ উঠেছে চেয়ারম্যান কার্যালয়ের গোপনীয় সহকারী (সিএ) খোকন মিয়ার বিরুদ্ধে। মারপিটের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়েছেন বলে জানা গেছে। অভিযুক্ত খোকন চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশার ছেলে। রোববার দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
খোকন মিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে সিএ পদে চাকরি করেন। মারধরের শিকার ব্যবসায়ী আবু ছালাম সুলতান হাটা গ্রামের মমতাজ আলীর ছেলে।
থানায় লিখিত অভিযোগে জানা গেছে, আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশার সঙ্গে ব্যবসায়ী আবু ছালামের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। প্রায় ১০ দিন আগে আলেপ বাদশা গ্রুপের রাকিব ও জিহাদ মাদকদ্রব্য সেবন করে আবু ছালামের ভাই শরিফকে মারপিট করেন। পরে শনিবার বিকেলে চিকাশি মফিজ মোড়ে আবু ছালামের ভাতিজা সাকিবুল ইসলাম জুবায়েরকেও আলেপ বাদশার লোকজন মারপিট করেন। এ সময় স্থানীয় নুরে আলম, পায়েল ও সুমন এগিয়ে আসলে আলেপ বাদশার লোকজন তাঁদের মারপিটে আহত করে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ ঘটনায় ব্যবসায়ী আবু ছালাম বাদী হয়ে আজ রোববার সকালে থানায় লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগে আলেপ বাদশা ও তাঁর ছেলে খোকন মিয়াসহ সাতজনকে আসামি করা হয়।
অভিযোগে আরও জানা গেছে, অভিযোগ দায়েরের পর ব্যবসায়ী আবু ছালাম রোববার দুপুরে উপজেলা পরিষদে যান। এ সময় আওয়ামী লীগ নেতার ছেলে খোকন মিয়া তাঁকে একা পেয়ে উপজেলা পরিষদ চত্বরে মারপিট করেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পরলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে অভিযুক্ত খোকন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘কার্যালয়ের সামনে গালি দেওয়ায় আবু ছালামের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তাঁকে মারপিটের অভিযোগ সঠিক না।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করা হয়। ব্যবসায়ীর অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শাহবাগ মোড়ে ছাত্রদলের সমাবেশ, কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ এবং সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের সাইমুম শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান উপলক্ষে এসব এলাকায় যান চলাচল সীমিত থাকবে। সমাবেশ চলাকালীন নগরবাসীকে বিকল্প পথ হিসেবে হেয়ার রোড, মিন্টু রোড, নীলক্ষেত, পলাশী ও বাংলামো
৭ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের আবুল কাশেম হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁর নাম মো. রিপন মিয়া (৪৭)।
৯ মিনিট আগেসাতক্ষীরার শ্যামনগরে বিরোধপূর্ণ একটি জমির দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার বিকেলে শ্যামনগর উপজেলার রামজীবনপুরের কেয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
১১ মিনিট আগেরাজবাড়ীর পাংশায় পাট ধোয়ার সময় বজ্রপাতে এক নারী ও এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আরও চারজন আহত হন। শনিবার বিকেলে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাংশা উপজেলা নিবাহী কর্মকর্তা এস এম আবু দারদা বিষয়টি নিশ্চিত করেছেন।
১৩ মিনিট আগে