Ajker Patrika

ভাঙ্গুড়ায় পানিতে পড়ে শিশু ভ্যান চালকের মৃত্যু

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা) 
ভাঙ্গুড়ায় পানিতে পড়ে শিশু ভ্যান চালকের মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় অটো ভ্যান গাড়ি চালানোর সময় ছিটকে পানিতে পড়ে গিয়ে মাছুম হোসেন মোল্লা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি উপজেলার বড় বিশাকোল গ্রামের চা বিক্রেতা বাবলু মোল্লার ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা ১২টার দিকে উপজেলার নৌবাড়িয়া এলাকায় অটো ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় মাসুম। পরে ছিটকে গাড়িসহ পাশের ডোবার পানিতে পড়ে যায় সে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, ভ্যান চালাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পানিতে পড়ে ওই শিশুটির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তার পরিবারের কোন অভিযোগ নেই। তাই আইনানুগ কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত