Ajker Patrika

ট্রেনযাত্রীর প্রাণ বাঁচানো জয়পুরহাটের নাজিরকে সম্মাননা ও অর্থ সহায়তা প্রদান

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
ট্রেনযাত্রীর প্রাণ বাঁচানো জয়পুরহাটের নাজিরকে সম্মাননা ও অর্থ সহায়তা প্রদান

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতারা এলাকায় রেললাইন ভাঙা দেখে নিজ গলার লাল গামছা উড়িয়ে ট্রেনযাত্রীর জীবন বাঁচানো সেই দুঃসাহসী যুবক নাজির আকন্দকে সম্মাননা ও অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেল বিভাগ রাজশাহী অঞ্চল। নাজির আকন্দ উপজেলার কোকতারা এলাকার মৃত আফছার আকন্দের ছেলে। 

আজ বুধবার দুপুরে পাঁচবিবি স্টেশনে নাজিরকে এ সম্মাননা ও অর্থ প্রদান করেন রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মনিরুল ইসলাম ফিরোজী, বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা নাসির উদ্দিন (পাকশী), বিভাগীয় ম্যানেজার শহিদুল ইসলাম (পাকশী), সহকারী নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রাকিব হাসান (পার্বতীপুর) ও পাঁচবিবি স্টেশন মাস্টার আব্দুল আউয়ালসহ রেলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, গত ২০শে আগস্ট শুক্রবার ভোরবেলা ঢাকার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘‘পঞ্চগড় এক্সপ্রেস” পাঁচবিবির কোকতারা এলাকায় রেললাইন ভাঙা দেখে নাজির আকন্দ গামছা উড়িয়ে ট্রেনটি দাঁড় করালে  ট্রেনটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত