Ajker Patrika

বিস্ফোরক মামলায় নওগাঁয় বিএনপির ৯ নেতা-কর্মী কারাগারে

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৯: ১৬
বিস্ফোরক মামলায় নওগাঁয় বিএনপির ৯ নেতা-কর্মী কারাগারে

নওগাঁর বদলগাছী উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ এর অঙ্গসংগঠনের ৯ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নওগাঁর জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই তাঁদের করাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে। 

এর আগে আদালতে ওই নয়জন উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। তবে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া নেতা-কর্মীরা হলেন বিএনপি নেতা ফজলে হুদা বাবুল, জাকির হোসেন চৌধুরী, আব্দুল হাদি চৌধুরী ও শাহিন হোসেন, ওমর ফারুক, বিদ্যুৎ হোসেন, আনোয়ার হোসেন, রুস্তম আলী ও দুলাল মোহরী। 

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর সন্ধ্যায় বদলগাছী উপজেলা সদরে আওয়ামী লীগের শোক র‍্যালিতে ককটেল বিস্ফোরণের অভিযোগে উপজেলা কৃষক লীগের সভাপতি ছানাউল হোসেন বাদী হয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৮ নেতা-কর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা করেন। ওই দিন রাতেই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত