Ajker Patrika

বাসের পর রাজশাহীতে অটো ও থ্রি হুইলার ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১৫: ২৪
বাসের পর রাজশাহীতে অটো ও থ্রি হুইলার ধর্মঘট

রাজশাহীতে চলমান বাস ধর্মঘটের মধ্যে এবার সিএনজিচালিত অটোরিকশা ও থ্রি হুইলার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলা মিশুক-সিএনজি মালিক সমিতি এই ধর্মঘটের ঘোষণা দিয়েছে।

সমিতির সহ-সভাপতি আহসান হাবিব আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামীকাল শনিবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সমাবেশের আগে ১০ দফা দাবিতে বৃহস্পতিবার থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক সমিতি। চলমান এই বাস ধর্মঘটের মধ্যে এবার অটোরিকশা ও থ্রি হুইলার ধর্মঘটও ডাকা হলো।
 
মিশুক-সিএনজি মালিক সমিতির সহসভাপতি আহসান হাবিব বলেন, তাদের গাড়ির লাইসেন্স আছে। কিন্তু বাস মালিকেরা তাদের গাড়িকে ‘অবৈধ’ বলেন। মহাসড়কে তাদের গাড়ি চলাচলে বাস মালিকেরা বাধা দেন। তাই তারা দুই দফা দাবিতে ধর্মঘট শুরু করেছেন। দাবি দুটি হলো-বাস মালিকদের বাধা এবং বিআরটিএর হয়রানি বন্ধ করা।

বিএনপির সমাবেশের জন্যই এই ধর্মঘট ডাকা হলো কি না জানতে চাইলে আহসান হাবিব বলেন, ‘একেবারেই সত্য না। বাস মালিকেরা আমাদের ওপর অত্যাচার করছে। আমাদের চলতে দিচ্ছে না রাস্তায়। বাধ্য হয়ে এ সিদ্ধান্ত। দুপুর থেকে ধর্মঘট পুরোপুরি কার্যকর হয়েছে। আলোচনা হবে, সমাধান হবে, তারপর ধর্মঘট প্রত্যাহার হবে। তার আগে না।’

এদিকে শনিবার বিএনপির সমাবেশ হবে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ)। এখন সেখানে মঞ্চ এবং মাঠ প্রস্তুতের কাজ চলছে। এ মাঠে এখন অন্য নেতা কর্মীদের প্রবেশের সুযোগ নেই। তাই বুধবার রাত থেকেই দূরদূরান্ত থেকে আসা নেতা কর্মীরা পাশের ঈদগাহ মাঠে অবস্থান করছেন। বিরাট ঈদগাহের প্রায় পুরোটাই তাঁবুতে তাঁবুতে ভরে গেছে। এখনো স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে একটার পর একটা দল ঢুকছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত