শেরপুর (বগুড়া) প্রতিনিধি
সাত বছরের কারাভোগ থেকে বাঁচতে সাত বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ফটিকের (৪৫)। অবশেষে গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার আশুলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ফটিক উপজেলার বিশালপুর ইউনিয়নের সিমলা সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় আন্তজেলা ডাকাত দলের সদস্য ও ফটিক ডাকাত নামে পরিচিত।
শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাঈফ আহমেদ বলেন, ফটিক একজন আন্তজেলা ডাকাত দলের সদস্য। ২০০৫ সালে সিরাজগঞ্জের তাড়াশে তিনি ও তাঁর দল একটি বাড়িতে ডাকাতি করেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সিরাজগঞ্জে ডাকাতি মামলা হয়। মামলাটি দীর্ঘদিন চলার পর ২০১৬ সালে ডাকাতির সঙ্গে জড়িত থাকা প্রমাণিত হওয়ায় সিত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।
শেরপুর থানায় তাঁর গ্রেপ্তারি পরোয়ানা এলে পুলিশ তাকে খুঁজতে থাকে। কিন্তু তাঁর পরিবার ও এলাকাবাসী বলেন, ফটিক বিদেশে থাকেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ফটিকের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। পরে র্যাবের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, ‘দীর্ঘ প্রচেষ্টার পর আমরা ফটিককে গ্রেপ্তার করতে পেরেছি। আজ সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
সাত বছরের কারাভোগ থেকে বাঁচতে সাত বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ফটিকের (৪৫)। অবশেষে গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার আশুলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ফটিক উপজেলার বিশালপুর ইউনিয়নের সিমলা সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় আন্তজেলা ডাকাত দলের সদস্য ও ফটিক ডাকাত নামে পরিচিত।
শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাঈফ আহমেদ বলেন, ফটিক একজন আন্তজেলা ডাকাত দলের সদস্য। ২০০৫ সালে সিরাজগঞ্জের তাড়াশে তিনি ও তাঁর দল একটি বাড়িতে ডাকাতি করেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সিরাজগঞ্জে ডাকাতি মামলা হয়। মামলাটি দীর্ঘদিন চলার পর ২০১৬ সালে ডাকাতির সঙ্গে জড়িত থাকা প্রমাণিত হওয়ায় সিত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।
শেরপুর থানায় তাঁর গ্রেপ্তারি পরোয়ানা এলে পুলিশ তাকে খুঁজতে থাকে। কিন্তু তাঁর পরিবার ও এলাকাবাসী বলেন, ফটিক বিদেশে থাকেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ফটিকের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। পরে র্যাবের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, ‘দীর্ঘ প্রচেষ্টার পর আমরা ফটিককে গ্রেপ্তার করতে পেরেছি। আজ সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
রাজধানীর খিলক্ষেতের একটি পলিথিন কারখানায় সারা দিন পলিথিন তৈরির পর রাতের আঁধারে বস্তায় ভরে গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় নিয়ে বিক্রি করা হতো। একবার সিলগালার পরও গোপনে পলিথিন তৈরি করা হতো। ফের সেনাবাহিনী ও র্যাব যৌথ অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে।
৭ মিনিট আগেআগামীকাল শুক্রবার বাদ জুমা থেকে গণঅনশন কর্মসূচি পালন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। আজ শুক্রবার রাত ১২টায় নতুন কর্মসূচি ঘোষণার সময় এ কথা বলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।
১১ মিনিট আগেএখন থেকে ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালো দিবস হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. রইছ উদ্দিন। একই সময় উপদেষ্টার দিকে বোতল ছুড়ে মারা শিক্ষার্থীকে গ্রেপ্তারে বিরত থাকতেও বলেছেন তিনি।
২৫ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে অপরাজেয় বাংলার পাদদেশে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই সমাবেশে...
৩০ মিনিট আগে