Ajker Patrika

কোরবানির গরু দিতে গিয়ে ডাকাতের হাতে যুবক নিহত

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা) 
আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৫: ৫৩
কোরবানির গরু দিতে গিয়ে ডাকাতের হাতে যুবক নিহত

দুই সন্তানের জনক রকিব হোসেন (৩০)। হাতে তেমন কাজ না থাকায় অনলাইনে বিক্রি হওয়া কোরবানির গরু পৌঁছে দিতে পিকআপযোগে যাচ্ছিলেন নেত্রকোনা। পথে ডাকাতদলের ছুরিকাঘাতে মৃত্যু হয় তাঁর। এ সময় ডাকাতেরা লুট করে নিয়ে যায় তাঁর গরু ও পিকআপ ভ্যানটি। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে নরসিংদী জেলার শিবপুর উপজেলার লেবুতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

রকিব পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাঁছবেতুয়ান গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

নিহতের ছোট ভাই রাজিব হোসেন জানান, তাঁর ভাই স্থানীয় গরু ব্যবসায়ী হুমায়ুনের অনলাইনে বিক্রি করা কোরবানির দুটি ষাঁড় নেত্রকোনা পৌঁছে দিতে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন পিকআপ ভ্যানের চালক আব্দুল মমিন। পথে নরসিংদীর শিবপুর পৌঁছালে তাঁরা ডাকাতদলের কবলে পড়েন। এ সময় ডাকাতেরা তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে পিকআপ ভান ও গরু লুট করে নিয়ে যায়। এ ঘটনায় প্রাণে বেঁচে যান চালক আব্দুল মমিন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত রকিবের মরদেহ উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ লুট হওয়া গরু ও পিকআপ ভ্যানটি উদ্ধার করতে পারলেও ডাকাতদলের সদস্যদের কাউকে আটক করতে পারেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত