Ajker Patrika

কোটা সংস্কার আন্দোলনে বগুড়া পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

বগুড়া প্রতিনিধি
Thumbnail image

কোটা সংস্কারের দাবিতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুর দেড়টা থেকে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে বগুড়া-বনানী অবরোধ করে বিক্ষোভ করছেন।

বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সোহাগ আলী, রাসেল, রাকিব জানান, তাঁরা দুপুর ১টার দিকে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বগুড়া সরকারি শাহসুলতান কলেজের সামনে গেলে কলেজ থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালান। এতে তাদের ৫-৬ জন শিক্ষার্থী আহত হন। এর প্রতিবাদে তাঁরা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সড়কে বসে প্রতিবাদ বিক্ষোভ শুরু করেন।

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে শহরের বনানী মাটিডালী সড়কে সাতমাথা থেকে বনানীর দিকে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রেখেছে। সেখানে পুলিশ থাকলেও তাঁরা সতর্ক অবস্থায় রয়েছেন।

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, ‘ছাত্রলীগের কেউ হামলা করেনি। বরং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শাহসুলতান কলেজের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত