Ajker Patrika

বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর) 
বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর জেলার বড়াইগ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার জোনাইল ইউনিয়নের এ ঘটনা ঘটেছে। শিশুটির নাম জনি হোসেন (৩)। সে কুশমাইল গ্রামে এনাইদ হোসেনের ছেলে। 

জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম বলেন, রোববার বিকেলে খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। অনেকক্ষণ দেখতে না পেয়ে খোজাখুজির এ পর্যায়ে পুকুরের পাড়ে ব্যবহৃত জুতা পাওয়া যায়। পরে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, শিশুটি বাবার আবেদনের পরিপেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত