নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এসএসসি পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। বোর্ডের এই ফল সাত বছরের মধ্যে সর্বনিম্ন। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত সাত বছরের এসএসসি পরীক্ষার ফলাফলের তুলনামূলক পরিসংখ্যানে এই চিত্র দেখা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর রাজশাহী বোর্ডে এসএসসির পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। এবার তা কমে ৭৭ দশমিক ৬৩ শতাংশে নেমেছে। এর আগে ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৭১ শতাংশ, ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ এবং ২০১৯ সালে ৯১ দশমিক ৬৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল।
এ বছর রাজশাহী বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন। এর মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন পাস করেছে। পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা সাত বছরের মধ্যে এবার সর্বনিম্ন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও এবার সাত বছরের মধ্যে সবচেয়ে কম। এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৩৬৫ জন ও ছাত্রী ১১ হাজার ৯৬২ জন। এবার ৭৩ দশমিক ৬৪ শতাংশ ছাত্র এবং ৮২ দশমিক ০১ শতাংশ ছাত্রী পাস করেছে।
এবার রাজশাহী বোর্ডের আওতায় ২ হাজার ৬৯০টি স্কুলের পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে ৯৯টি স্কুলের সবাই পাস করেছে। কেউ পাস করেনি এমন স্কুল এবার নেই। পরীক্ষা চলাকালে এবার সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল। পরীক্ষা নেওয়া হয়েছিল ২৬৯ কেন্দ্রে।
পাসের হার সাত বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ার ব্যাপারে জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘এটা প্রতি বছর ভ্যারি করছে। প্রতিবছরই ফলাফল বিভিন্ন রকম হয়। এটা হতেই পারে। কোন ব্যাচ একটু ভাল, কোনটা একটু খারাপ—এটা নিয়ে আমরা চিন্তা করছি না। সবাই মিলে আলোচনা করে দেখতে হবে।’
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ ন ম মোফাখখারুল ইসলাম বলেন, ‘এটা হতে পারে যে এরা একটু কম মেধাসম্পন্ন। আবার সারা দেশেই তো পাসের হার কম। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটা এখনই আমরা ঠিক বলতে পারব না।’
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এসএসসি পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। বোর্ডের এই ফল সাত বছরের মধ্যে সর্বনিম্ন। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত সাত বছরের এসএসসি পরীক্ষার ফলাফলের তুলনামূলক পরিসংখ্যানে এই চিত্র দেখা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর রাজশাহী বোর্ডে এসএসসির পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। এবার তা কমে ৭৭ দশমিক ৬৩ শতাংশে নেমেছে। এর আগে ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৭১ শতাংশ, ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ এবং ২০১৯ সালে ৯১ দশমিক ৬৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল।
এ বছর রাজশাহী বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন। এর মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন পাস করেছে। পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা সাত বছরের মধ্যে এবার সর্বনিম্ন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও এবার সাত বছরের মধ্যে সবচেয়ে কম। এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৩৬৫ জন ও ছাত্রী ১১ হাজার ৯৬২ জন। এবার ৭৩ দশমিক ৬৪ শতাংশ ছাত্র এবং ৮২ দশমিক ০১ শতাংশ ছাত্রী পাস করেছে।
এবার রাজশাহী বোর্ডের আওতায় ২ হাজার ৬৯০টি স্কুলের পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে ৯৯টি স্কুলের সবাই পাস করেছে। কেউ পাস করেনি এমন স্কুল এবার নেই। পরীক্ষা চলাকালে এবার সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল। পরীক্ষা নেওয়া হয়েছিল ২৬৯ কেন্দ্রে।
পাসের হার সাত বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ার ব্যাপারে জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘এটা প্রতি বছর ভ্যারি করছে। প্রতিবছরই ফলাফল বিভিন্ন রকম হয়। এটা হতেই পারে। কোন ব্যাচ একটু ভাল, কোনটা একটু খারাপ—এটা নিয়ে আমরা চিন্তা করছি না। সবাই মিলে আলোচনা করে দেখতে হবে।’
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ ন ম মোফাখখারুল ইসলাম বলেন, ‘এটা হতে পারে যে এরা একটু কম মেধাসম্পন্ন। আবার সারা দেশেই তো পাসের হার কম। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটা এখনই আমরা ঠিক বলতে পারব না।’
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৪০ মিনিট আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৭ ঘণ্টা আগে