Ajker Patrika

ভাঙ্গুড়ায় বৃদ্ধার আত্মহত্যা

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা) 
ভাঙ্গুড়ায় বৃদ্ধার আত্মহত্যা

পাবনার ভাঙ্গুড়ায় শেফালি খাতুন (৬০) নামের এক বিধবা বৃদ্ধা আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রাম পুকুরপাড়া গ্রামের মৃত কামাল মোল্লার স্ত্রী। শুক্রবার রাতে এঘটনা ঘটে। খবর পেয়ে আজ শনিবার সকালে ভাঙ্গুড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে পাবনা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, একমাত্র ছেলের বউয়ের সঙ্গে শাশুড়ি শেফালি খাতুনের পারিবারিক কলহ চলে আসছিল। ঘটনার দিন বিকেলে দুজনের মধ্যে ঝগড়া হয়। অভিমানে রাতে বিধবা শেফালি খাতুন গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। শনিবার সকালে খবর পেয়ে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে পাবনা হাসপাতাল মর্গে পাঠায়। 

ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান মো. হেদায়তৃল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাঁদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এ কারণে তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। 

ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, পারিবারিক কলহের জের ধরে গ্যাস ট্যাবলেট খেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত