আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারী ফুটবল ম্যাচ আয়োজনের প্রতিবাদে মাঠে ভাঙচুর চালিয়েছে কিছু মুসল্লি ও মাদ্রাসা শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার আসরের নামাজের পর তারা মাঠে গিয়ে এই ঘটনা ঘটায়। এর আগে স্বাধীনতা চত্বরে সমবেত হয়ে মিছিল ও বক্তব্য দেয় তারা।
খেলার মাঠে ভাঙচুরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মো. মেজবাউল মণ্ডল নামের এক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে দেখা যায়, তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা জড়ো হয়েছে। সেখানে কয়েকজন মাওলানা বক্তব্য দেন। তাঁদের একজনকে বলতে শোনা যায়, ‘আবার কয়েক দিন থেকে জানতে পারছি, আবার সেই মেয়ে খেলা নিয়ে তারা ব্যস্ত রয়েছে। মুসলমান মেয়েদের ঘরে রাখার জন্য আল্লাহ তাআলা বলেছেন। তাঁরা পর্দার মধ্যে থাকবেন। সেই মেয়েদের এনে লেলিয়ে দিয়ে যুবকদের পাপাচার কাজে অগ্রসর করছে। যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তারাই সফলকাম। মেয়েদের লেলিয়ে দেওয়া কীভাবে মানতে পারি! যারা মেয়েদের লেলিয়ে দিয়ে অর্থ উপার্জন করতে চান, আমি তাঁদের সতর্ক করতে চাই, আপনারা সাবধান হোন।’
তিনি আরও বলেন, ‘আগামী দিনে মেয়েদের খেলা বন্ধ করুন। যদি আপনারা বন্ধ না করেন, তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে।’
এরপর সেখান থেকে স্লোগান দিতে দিতে তাঁরা তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে টিনের বেড়া ভাঙচুর করেন।
খেলার আয়োজকদের সূত্র জানা যায়, স্থানীয় টি-স্টার ক্লাবের উদ্যোগে প্রায় দেড় মাস ধরে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে টিনের বেড়া দিয়ে ফুটবল টুর্নামেন্ট চলছে। প্রতিটি ম্যাচে দর্শকদের মাটিতে বসে খেলা দেখার জন্য ৩০ টাকা ও চেয়ারে বসে দেখার জন্য ৭০ টাকায় টিকিট বিক্রি করা হচ্ছিল।
আগামীকাল বুধবার জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের মধ্যে একটি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দেড় মাসের মধ্যে আগামীকাল প্রথম নারীদের ম্যাচটি আয়োজন করা হয়।
ভাঙচুরের বিষয়ে টি-স্টার ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন বলেন, ‘আগামীকাল বুধবার বিকেলে জয়পুরহাট-রংপুর নারী ফুটবল দলের খেলা ছিল। আজ আসরের নামাজের পর মুসল্লিরা খেলার মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভেঙে দিয়েছে। এতে লক্ষাধিক টাকার টিন নষ্ট হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক তিলকপুর বাজারের দুজন স্থানীয় ব্যক্তি বলেন, টি-স্টার ক্লাবের কর্মকর্তারা উচ্চবিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘিরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। দর্শকদের ৩০ ও ৭০ টাকার টিকিট কেটে ফুটবল খেলা দেখতে হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঠে টিনের বেড়া অপসারণ করতে এসে দর্শক ও আয়োজকদের রোষানলে পড়েছিলেন। এ ঘটনায় একজন গ্রাম পুলিশ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ওই দুই বাসিন্দা আরও বলেন, আগামীকাল বুধবার নারী দলের ফুটবল খেলার আয়োজনের কথা আয়োজকেরা প্রচার করেন। এতে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা আজ আসরের নামাজের পর তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে জড়ো হন। এরপর তাঁরা সেখান থেকে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন।
খেলার মাঠ থেকে টিনের বেড়া অপসারণ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে বেড়া দিয়ে টুর্নামেন্ট আয়োজন করার অনুমতি নেই। এটি তাঁদের একাধিকবার নিষেধ করা হয়েছিল। আজ অবধি তাঁরা সেটি শোনেননি। বিষয়টি নিয়ে সেই সময় একটু ঝামেলা হয়েছিল। আজকের ঘটনাটি ছিল ভিন্ন।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘নারী দলের খেলা আয়োজন এবং মাঠের টিনের বেড়া ভাঙচুরের বিষয়ে আমি জানি না। ইউএনও স্যার জানিয়েছেন, আগামীকাল আয়োজক ও বিরোধীদের সঙ্গে বৈঠক হবে।’
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, ‘নারী দলের খেলার বিষয়ে আমাকে আগে জানানো হয়নি। তবে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে বলে জানতে পেরেছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল উভয় পক্ষের সঙ্গে বৈঠক করব।’
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারী ফুটবল ম্যাচ আয়োজনের প্রতিবাদে মাঠে ভাঙচুর চালিয়েছে কিছু মুসল্লি ও মাদ্রাসা শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার আসরের নামাজের পর তারা মাঠে গিয়ে এই ঘটনা ঘটায়। এর আগে স্বাধীনতা চত্বরে সমবেত হয়ে মিছিল ও বক্তব্য দেয় তারা।
খেলার মাঠে ভাঙচুরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মো. মেজবাউল মণ্ডল নামের এক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে দেখা যায়, তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা জড়ো হয়েছে। সেখানে কয়েকজন মাওলানা বক্তব্য দেন। তাঁদের একজনকে বলতে শোনা যায়, ‘আবার কয়েক দিন থেকে জানতে পারছি, আবার সেই মেয়ে খেলা নিয়ে তারা ব্যস্ত রয়েছে। মুসলমান মেয়েদের ঘরে রাখার জন্য আল্লাহ তাআলা বলেছেন। তাঁরা পর্দার মধ্যে থাকবেন। সেই মেয়েদের এনে লেলিয়ে দিয়ে যুবকদের পাপাচার কাজে অগ্রসর করছে। যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তারাই সফলকাম। মেয়েদের লেলিয়ে দেওয়া কীভাবে মানতে পারি! যারা মেয়েদের লেলিয়ে দিয়ে অর্থ উপার্জন করতে চান, আমি তাঁদের সতর্ক করতে চাই, আপনারা সাবধান হোন।’
তিনি আরও বলেন, ‘আগামী দিনে মেয়েদের খেলা বন্ধ করুন। যদি আপনারা বন্ধ না করেন, তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে।’
এরপর সেখান থেকে স্লোগান দিতে দিতে তাঁরা তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে টিনের বেড়া ভাঙচুর করেন।
খেলার আয়োজকদের সূত্র জানা যায়, স্থানীয় টি-স্টার ক্লাবের উদ্যোগে প্রায় দেড় মাস ধরে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে টিনের বেড়া দিয়ে ফুটবল টুর্নামেন্ট চলছে। প্রতিটি ম্যাচে দর্শকদের মাটিতে বসে খেলা দেখার জন্য ৩০ টাকা ও চেয়ারে বসে দেখার জন্য ৭০ টাকায় টিকিট বিক্রি করা হচ্ছিল।
আগামীকাল বুধবার জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের মধ্যে একটি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দেড় মাসের মধ্যে আগামীকাল প্রথম নারীদের ম্যাচটি আয়োজন করা হয়।
ভাঙচুরের বিষয়ে টি-স্টার ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন বলেন, ‘আগামীকাল বুধবার বিকেলে জয়পুরহাট-রংপুর নারী ফুটবল দলের খেলা ছিল। আজ আসরের নামাজের পর মুসল্লিরা খেলার মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভেঙে দিয়েছে। এতে লক্ষাধিক টাকার টিন নষ্ট হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক তিলকপুর বাজারের দুজন স্থানীয় ব্যক্তি বলেন, টি-স্টার ক্লাবের কর্মকর্তারা উচ্চবিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘিরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। দর্শকদের ৩০ ও ৭০ টাকার টিকিট কেটে ফুটবল খেলা দেখতে হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঠে টিনের বেড়া অপসারণ করতে এসে দর্শক ও আয়োজকদের রোষানলে পড়েছিলেন। এ ঘটনায় একজন গ্রাম পুলিশ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ওই দুই বাসিন্দা আরও বলেন, আগামীকাল বুধবার নারী দলের ফুটবল খেলার আয়োজনের কথা আয়োজকেরা প্রচার করেন। এতে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা আজ আসরের নামাজের পর তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে জড়ো হন। এরপর তাঁরা সেখান থেকে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন।
খেলার মাঠ থেকে টিনের বেড়া অপসারণ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে বেড়া দিয়ে টুর্নামেন্ট আয়োজন করার অনুমতি নেই। এটি তাঁদের একাধিকবার নিষেধ করা হয়েছিল। আজ অবধি তাঁরা সেটি শোনেননি। বিষয়টি নিয়ে সেই সময় একটু ঝামেলা হয়েছিল। আজকের ঘটনাটি ছিল ভিন্ন।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘নারী দলের খেলা আয়োজন এবং মাঠের টিনের বেড়া ভাঙচুরের বিষয়ে আমি জানি না। ইউএনও স্যার জানিয়েছেন, আগামীকাল আয়োজক ও বিরোধীদের সঙ্গে বৈঠক হবে।’
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, ‘নারী দলের খেলার বিষয়ে আমাকে আগে জানানো হয়নি। তবে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে বলে জানতে পেরেছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল উভয় পক্ষের সঙ্গে বৈঠক করব।’
বরিশালের মুলাদীতে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে বাড়ির এক চাচাকে জুতাপেটা করেছে এক কলেজছাত্রী। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই কলেজছাত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন চাচাতো ভাইয়েরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরকালেখান ইউনিয়নের কায়েতমারা গ্রামে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেনেত্রকোনার মোহনগঞ্জে মৃত দেখিয়ে দেড় বছর ধরে বয়স্ক ভাতাবঞ্চিত রাখা সেই সুরধ্বনী রানী করের (৭৮) অবশেষে টাকা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সুরধ্বনী চলতি মার্চ মাস থেকে ভাতা পাবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।
২৯ মিনিট আগেরাজধানীর হাতিরঝিলে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই দৃশ্যটি শুটিংয়ের (অভিনয়) দৃশ্য বলে ডিএমপি জানিয়েছে।
১ ঘণ্টা আগেবিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৬) ধর্ষণ করে আসছিলেন এক যুবক। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই কিশোরী। এদিকে কথিত প্রেমিক মো. আবুল কালাম (২৬) গত বুধবার অন্যত্র বিয়ে করেন। এ ঘটনায় অভিযোগ পেয়ে গতকাল বৃহস্পতিবার রাতে বাসরঘর থেকে অভিযুক্ত কালামকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকারও করেন...
১ ঘণ্টা আগে