নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় মাদক মামলায় মর্জিনা বেগম (৩৬) নামের এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মর্জিনা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালে পোরশার সারাইগাছী এলাকা থেকে মর্জিনাকে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর সদস্যরা। এ ঘটনায় ওই দিনই পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়। ওই বছরই মামলার তদন্ত কর্মকর্তা মর্জিনার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে আজ এই মামলার রায় দেন বিচারক।
নওগাঁ জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল খালেক জানান, শুনানিতে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায়ে আদালত আরও উল্লেখ করেছেন, গ্রেপ্তার হওয়ার পর থেকে এ পর্যন্ত আসামি যত দিন হাজতবাস করেছে তা দণ্ডভোগ করেছে গণ্য করে ফৌজদারি কার্যবিধির ৩৫ (এ) ধারা মতে দণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে।
আসামিপক্ষে মামলাটির শুনানি করেন নওগাঁ জজ আদালতের আইনজীবী শুভ্র সাহা।
নওগাঁয় মাদক মামলায় মর্জিনা বেগম (৩৬) নামের এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মর্জিনা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালে পোরশার সারাইগাছী এলাকা থেকে মর্জিনাকে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর সদস্যরা। এ ঘটনায় ওই দিনই পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়। ওই বছরই মামলার তদন্ত কর্মকর্তা মর্জিনার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে আজ এই মামলার রায় দেন বিচারক।
নওগাঁ জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল খালেক জানান, শুনানিতে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায়ে আদালত আরও উল্লেখ করেছেন, গ্রেপ্তার হওয়ার পর থেকে এ পর্যন্ত আসামি যত দিন হাজতবাস করেছে তা দণ্ডভোগ করেছে গণ্য করে ফৌজদারি কার্যবিধির ৩৫ (এ) ধারা মতে দণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে।
আসামিপক্ষে মামলাটির শুনানি করেন নওগাঁ জজ আদালতের আইনজীবী শুভ্র সাহা।
ট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
৭ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
১১ মিনিট আগেনরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
২৭ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়ন ও কাটাবুনিয়া ৩ নম্বর ওয়ার্ডের মারদোনা খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার সুবর্ণচর উপজেলা চত্বরে এই মানববন্ধন হয়। চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির জনগণ এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, খাল দখলমুক্ত না হলে এলাকা
৩৪ মিনিট আগে