প্রতিনিধি
রাজশাহী: টাকায় একটি লেবু। এক হালির দাম চার টাকা। আর আমের কেজি মাত্র ১০ টাকা। রাজশাহীতে এখন আম ও লেবুর দাম একরকম পানির চেয়েও কম। তবুও ক্রেতা নেই।
রাজশাহীতে চলছে লকডাউন। তবে খোলা আছে কাঁচাবাজার। কিন্তু করোনার ভীতিকর পরিস্থিতিতে মানুষ বাজারে যাওয়া কমিয়ে দিয়েছে। দেখা দিয়েছে ক্রেতার সংকট। তার ওপর শুক্রবার শহরে থেমে থেমে বৃষ্টি। এই বৃষ্টিতে ক্রেতারা বাজারে যাননি। এমন পরিস্থিতিতে ৪ টাকা হালি লেবু আর ১০ টাকা কেজি আম বিক্রি করছিলেন নগরীর মাস্টারপাড়া কাঁচাবাজারের ব্যবসায়ীরা।
বাজারে গিয়ে দেখা যায়, বিক্রেতারা ডালাতে করে লেবু ও আম নিয়ে বসে আছেন। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে বলে যাচ্ছিলেন, ‘৪ টাকা হালি লেবু’, ‘১০ টাকা কেজি আম।’ তবুও ক্রেতার দেখা মিলছিল না।
আবদুল মালেক নামের এক লেবু বিক্রেতা জানালেন, লকডাউনে বিক্রি কমে গেছে। সবুজ লেবু পেকে হলুদ হয়ে গেছে। এখন বিক্রি করতে না পারলে পচে যাবে। তখন পুরোটাই ক্ষতি। তাই এক টাকা পিস লেবু বিক্রি করে দিচ্ছেন। এসব লেবু তাঁর দুই টাকা করে কেনা।
পাশেই আম বিক্রি করছিলেন রজব আলী। ডালার পাকা আম দেখিয়ে বললেন, ‘এই আম আর রাখার জো নাই। সব পেকে গেছে। আজ বিক্রি না হলে ফেলে দিতে হবে। তাই কম দামেই দিচ্ছি।’ রজব আলী এসব আম ২০ টাকা কেজি দরে কিনেছিলেন বলে জানালেন।
বাজারে এসেছিলেন গৃহিণী সালমা বেগম। আম না কিনলেও দুই হালি লেবু কিনলেন। বললেন, তাঁর বাগানেই আম আছে। না থাকলে কিনতেন। কম দামে লেবু পেয়ে দুই হালি কিনে নিলেন।
রাজশাহী: টাকায় একটি লেবু। এক হালির দাম চার টাকা। আর আমের কেজি মাত্র ১০ টাকা। রাজশাহীতে এখন আম ও লেবুর দাম একরকম পানির চেয়েও কম। তবুও ক্রেতা নেই।
রাজশাহীতে চলছে লকডাউন। তবে খোলা আছে কাঁচাবাজার। কিন্তু করোনার ভীতিকর পরিস্থিতিতে মানুষ বাজারে যাওয়া কমিয়ে দিয়েছে। দেখা দিয়েছে ক্রেতার সংকট। তার ওপর শুক্রবার শহরে থেমে থেমে বৃষ্টি। এই বৃষ্টিতে ক্রেতারা বাজারে যাননি। এমন পরিস্থিতিতে ৪ টাকা হালি লেবু আর ১০ টাকা কেজি আম বিক্রি করছিলেন নগরীর মাস্টারপাড়া কাঁচাবাজারের ব্যবসায়ীরা।
বাজারে গিয়ে দেখা যায়, বিক্রেতারা ডালাতে করে লেবু ও আম নিয়ে বসে আছেন। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে বলে যাচ্ছিলেন, ‘৪ টাকা হালি লেবু’, ‘১০ টাকা কেজি আম।’ তবুও ক্রেতার দেখা মিলছিল না।
আবদুল মালেক নামের এক লেবু বিক্রেতা জানালেন, লকডাউনে বিক্রি কমে গেছে। সবুজ লেবু পেকে হলুদ হয়ে গেছে। এখন বিক্রি করতে না পারলে পচে যাবে। তখন পুরোটাই ক্ষতি। তাই এক টাকা পিস লেবু বিক্রি করে দিচ্ছেন। এসব লেবু তাঁর দুই টাকা করে কেনা।
পাশেই আম বিক্রি করছিলেন রজব আলী। ডালার পাকা আম দেখিয়ে বললেন, ‘এই আম আর রাখার জো নাই। সব পেকে গেছে। আজ বিক্রি না হলে ফেলে দিতে হবে। তাই কম দামেই দিচ্ছি।’ রজব আলী এসব আম ২০ টাকা কেজি দরে কিনেছিলেন বলে জানালেন।
বাজারে এসেছিলেন গৃহিণী সালমা বেগম। আম না কিনলেও দুই হালি লেবু কিনলেন। বললেন, তাঁর বাগানেই আম আছে। না থাকলে কিনতেন। কম দামে লেবু পেয়ে দুই হালি কিনে নিলেন।
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
২ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৩ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৩ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
৩ ঘণ্টা আগে