প্রতিনিধি
রাজশাহী: টাকায় একটি লেবু। এক হালির দাম চার টাকা। আর আমের কেজি মাত্র ১০ টাকা। রাজশাহীতে এখন আম ও লেবুর দাম একরকম পানির চেয়েও কম। তবুও ক্রেতা নেই।
রাজশাহীতে চলছে লকডাউন। তবে খোলা আছে কাঁচাবাজার। কিন্তু করোনার ভীতিকর পরিস্থিতিতে মানুষ বাজারে যাওয়া কমিয়ে দিয়েছে। দেখা দিয়েছে ক্রেতার সংকট। তার ওপর শুক্রবার শহরে থেমে থেমে বৃষ্টি। এই বৃষ্টিতে ক্রেতারা বাজারে যাননি। এমন পরিস্থিতিতে ৪ টাকা হালি লেবু আর ১০ টাকা কেজি আম বিক্রি করছিলেন নগরীর মাস্টারপাড়া কাঁচাবাজারের ব্যবসায়ীরা।
বাজারে গিয়ে দেখা যায়, বিক্রেতারা ডালাতে করে লেবু ও আম নিয়ে বসে আছেন। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে বলে যাচ্ছিলেন, ‘৪ টাকা হালি লেবু’, ‘১০ টাকা কেজি আম।’ তবুও ক্রেতার দেখা মিলছিল না।
আবদুল মালেক নামের এক লেবু বিক্রেতা জানালেন, লকডাউনে বিক্রি কমে গেছে। সবুজ লেবু পেকে হলুদ হয়ে গেছে। এখন বিক্রি করতে না পারলে পচে যাবে। তখন পুরোটাই ক্ষতি। তাই এক টাকা পিস লেবু বিক্রি করে দিচ্ছেন। এসব লেবু তাঁর দুই টাকা করে কেনা।
পাশেই আম বিক্রি করছিলেন রজব আলী। ডালার পাকা আম দেখিয়ে বললেন, ‘এই আম আর রাখার জো নাই। সব পেকে গেছে। আজ বিক্রি না হলে ফেলে দিতে হবে। তাই কম দামেই দিচ্ছি।’ রজব আলী এসব আম ২০ টাকা কেজি দরে কিনেছিলেন বলে জানালেন।
বাজারে এসেছিলেন গৃহিণী সালমা বেগম। আম না কিনলেও দুই হালি লেবু কিনলেন। বললেন, তাঁর বাগানেই আম আছে। না থাকলে কিনতেন। কম দামে লেবু পেয়ে দুই হালি কিনে নিলেন।
রাজশাহী: টাকায় একটি লেবু। এক হালির দাম চার টাকা। আর আমের কেজি মাত্র ১০ টাকা। রাজশাহীতে এখন আম ও লেবুর দাম একরকম পানির চেয়েও কম। তবুও ক্রেতা নেই।
রাজশাহীতে চলছে লকডাউন। তবে খোলা আছে কাঁচাবাজার। কিন্তু করোনার ভীতিকর পরিস্থিতিতে মানুষ বাজারে যাওয়া কমিয়ে দিয়েছে। দেখা দিয়েছে ক্রেতার সংকট। তার ওপর শুক্রবার শহরে থেমে থেমে বৃষ্টি। এই বৃষ্টিতে ক্রেতারা বাজারে যাননি। এমন পরিস্থিতিতে ৪ টাকা হালি লেবু আর ১০ টাকা কেজি আম বিক্রি করছিলেন নগরীর মাস্টারপাড়া কাঁচাবাজারের ব্যবসায়ীরা।
বাজারে গিয়ে দেখা যায়, বিক্রেতারা ডালাতে করে লেবু ও আম নিয়ে বসে আছেন। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে বলে যাচ্ছিলেন, ‘৪ টাকা হালি লেবু’, ‘১০ টাকা কেজি আম।’ তবুও ক্রেতার দেখা মিলছিল না।
আবদুল মালেক নামের এক লেবু বিক্রেতা জানালেন, লকডাউনে বিক্রি কমে গেছে। সবুজ লেবু পেকে হলুদ হয়ে গেছে। এখন বিক্রি করতে না পারলে পচে যাবে। তখন পুরোটাই ক্ষতি। তাই এক টাকা পিস লেবু বিক্রি করে দিচ্ছেন। এসব লেবু তাঁর দুই টাকা করে কেনা।
পাশেই আম বিক্রি করছিলেন রজব আলী। ডালার পাকা আম দেখিয়ে বললেন, ‘এই আম আর রাখার জো নাই। সব পেকে গেছে। আজ বিক্রি না হলে ফেলে দিতে হবে। তাই কম দামেই দিচ্ছি।’ রজব আলী এসব আম ২০ টাকা কেজি দরে কিনেছিলেন বলে জানালেন।
বাজারে এসেছিলেন গৃহিণী সালমা বেগম। আম না কিনলেও দুই হালি লেবু কিনলেন। বললেন, তাঁর বাগানেই আম আছে। না থাকলে কিনতেন। কম দামে লেবু পেয়ে দুই হালি কিনে নিলেন।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রুহুল আমীন মারা যান।
৮ মিনিট আগেখুলনার কয়রা উপজেলায় চিংড়ি মাছে জেলি পুশ করার দায়ে পাঁচ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলার মদিনাবাদ গ্রামে একটি বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।
২১ মিনিট আগেপ্রাণিসম্পদ খাতের সমতা ও সমন্নিত (কম্বাইন্ড) ডিগ্রির দাবিতে বরিশাল ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পশুপালন বিদ্যা (অ্যানিমেল হাজবেন্ড্রি) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।
২৩ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের বিখ্যাত সাদা পাথর পর্যটনকেন্দ্রের পাথর লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুপুরে সাদা পাথর এলাকা পরিদর্শন করেছে দুদক সিলেট কার্যালয়ের একটি প্রতিনিধিদল।
১ ঘণ্টা আগে