পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় মেয়েকে জমি লিখে দেওয়ায় শাহিদা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন তাঁর একমাত্র ছেলে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ধোপাদহ ইউনিয়নের চক মধুপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃদ্ধার মেয়ে মাহফুজা খাতুন সাঁথিয়া থানা-পুলিশ ও সেনা ক্যাম্পে মৌখিক অভিযোগ জানিয়েছেন।
অভিযুক্ত শাহ আলম উপজেলার ধোপাদহ ইউনিয়নের চক মধুপুর গ্রামের মৃত মোকছেদ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহিদা খাতুনের স্বামীর ভিটায় একটি ঘর আছে। তাঁর এক ছেলে ও তিনজন মেয়ে রয়েছে। স্বামী মারা গেছেন অনেক বছর আগে। স্বামীর জমি থেকে যে অংশটুকু শাহিদা খাতুন পেয়েছিলেন, তার সবটুকু তাঁর ছোট মেয়ে মাহফুজাকে লিখে দিয়েছেন। অনেক দিন ধরে ওই মেয়ের কাছেই থাকতেন তিনি। এ নিয়ে ছেলের সঙ্গে বিরোধ দেখা দেয় তাঁর।
গতকাল মঙ্গলবার বিকেলে শাহিদা খাতুন নিজের স্বামীর ভিটায় থাকা ঘরে যান। তখন ছেলে শাহ আলম ও নাতিরা তাঁকে বাড়ি থেকে বের করে দেন।
বৃদ্ধ সাহিদা খাতুন সাংবাদিকদের বলেন, ‘ছেলে, তার বউ আর নাতিরা এর আগে আমাকে মেরে রাস্তায় ফেলে দিয়েছিল। আমার স্বামীর পেনশনের টাকা দিয়ে ওই ঘর করা। সে ঘরে আমার জায়গা নাই। এ বয়সে কি কেউ স্বামীর ভিটা ছাড়তে চায়? অথচ ছেলে ও নাতিরা বাড়িতে উঠতে দিচ্ছে না।’
অভিযুক্ত শাহ আলম বলেন, ‘মা তার সব জমি মেয়েদের লিখে দিয়েছেন। তিনি তার মেয়ের বাড়িতে থাকবেন। আমার বাড়িতে তাঁর কোনো জায়গা নাই।’
এ বিষয়ে জানতে চাইলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশ পাঠানো হয়েছিল। বৃদ্ধাকে তাঁর ছোট মেয়ের বাড়িতে রেখে আসা হয়েছে। লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্বজনদের বরাত দিয়ে ওসি আরও বলেন, ‘মূলত জমি নিয়ে মা-ছেলের দ্বন্দ্ব অনেক দিনের। মা তাঁর জমি ছোট মেয়েকে লিখে দিয়েছেন। ছেলেকে কিছুই দেননি। এ নিয়ে বিরোধ হলে মা তাঁর ছেলের নামে মামলাও করেছিলেন বলে শুনেছি। বিষয়টি তাঁরা বসেও সমাধান করতে পারেন।’
পাবনার সাঁথিয়ায় মেয়েকে জমি লিখে দেওয়ায় শাহিদা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন তাঁর একমাত্র ছেলে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ধোপাদহ ইউনিয়নের চক মধুপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃদ্ধার মেয়ে মাহফুজা খাতুন সাঁথিয়া থানা-পুলিশ ও সেনা ক্যাম্পে মৌখিক অভিযোগ জানিয়েছেন।
অভিযুক্ত শাহ আলম উপজেলার ধোপাদহ ইউনিয়নের চক মধুপুর গ্রামের মৃত মোকছেদ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহিদা খাতুনের স্বামীর ভিটায় একটি ঘর আছে। তাঁর এক ছেলে ও তিনজন মেয়ে রয়েছে। স্বামী মারা গেছেন অনেক বছর আগে। স্বামীর জমি থেকে যে অংশটুকু শাহিদা খাতুন পেয়েছিলেন, তার সবটুকু তাঁর ছোট মেয়ে মাহফুজাকে লিখে দিয়েছেন। অনেক দিন ধরে ওই মেয়ের কাছেই থাকতেন তিনি। এ নিয়ে ছেলের সঙ্গে বিরোধ দেখা দেয় তাঁর।
গতকাল মঙ্গলবার বিকেলে শাহিদা খাতুন নিজের স্বামীর ভিটায় থাকা ঘরে যান। তখন ছেলে শাহ আলম ও নাতিরা তাঁকে বাড়ি থেকে বের করে দেন।
বৃদ্ধ সাহিদা খাতুন সাংবাদিকদের বলেন, ‘ছেলে, তার বউ আর নাতিরা এর আগে আমাকে মেরে রাস্তায় ফেলে দিয়েছিল। আমার স্বামীর পেনশনের টাকা দিয়ে ওই ঘর করা। সে ঘরে আমার জায়গা নাই। এ বয়সে কি কেউ স্বামীর ভিটা ছাড়তে চায়? অথচ ছেলে ও নাতিরা বাড়িতে উঠতে দিচ্ছে না।’
অভিযুক্ত শাহ আলম বলেন, ‘মা তার সব জমি মেয়েদের লিখে দিয়েছেন। তিনি তার মেয়ের বাড়িতে থাকবেন। আমার বাড়িতে তাঁর কোনো জায়গা নাই।’
এ বিষয়ে জানতে চাইলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশ পাঠানো হয়েছিল। বৃদ্ধাকে তাঁর ছোট মেয়ের বাড়িতে রেখে আসা হয়েছে। লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্বজনদের বরাত দিয়ে ওসি আরও বলেন, ‘মূলত জমি নিয়ে মা-ছেলের দ্বন্দ্ব অনেক দিনের। মা তাঁর জমি ছোট মেয়েকে লিখে দিয়েছেন। ছেলেকে কিছুই দেননি। এ নিয়ে বিরোধ হলে মা তাঁর ছেলের নামে মামলাও করেছিলেন বলে শুনেছি। বিষয়টি তাঁরা বসেও সমাধান করতে পারেন।’
নোয়াখালীর হাতিয়ায় তমরুদ্দি লঞ্চঘাটে দুই নারী যাত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ঘাট ইজারাদারের বিরুদ্ধে। এ ঘটনায় আহতদের মধ্যে আকলিমা বেগম নামের একজন রোববার (২ মার্চ) সকালে হাতিয়া থানায় একটি অভিযোগ করেছেন। নোয়াখালী, হাতিয়া, তমরুদ্দি, লঞ্চঘাট, জখম, জেলার খবর
৯ মিনিট আগেশেরপুরের নকলায় উপজেলা পরিষদ প্রশাসকের সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (বর্তমানে সিএ টু প্রশাসক) আইনুন নাঈম পানেলের বিরুদ্ধে ‘কেলেঙ্কারি’র অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ ওঠার পর থেকে তিনি অফিসে অনুপস্থিত থাকলেও আজ রোববার আবার
১ ঘণ্টা আগেআধিপত্য বিস্তারের জেরে বরিশালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. সুরুজ গাজী (৩৬) নামের এক যুবদল নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার নগরীর কাউনিয়া হাউজিং শেরেবাংলা মাধ্যমিক স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়েছে। আজ রোববার প্রথম রোজা থেকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এর আয়োজন করা হয়। তবে আয়োজনের তুলনায় রোজাদার শিক্ষার্থীর সংখ্যা অধিক হওয়ায় অনেকে ইফতারি পাননি। অনেকে প্রশাসনের পক্ষ
২ ঘণ্টা আগে