শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়া শাজাহানপুর উপজেলায় মহাসড়কে ট্রাক আটকে অবৈধভাবে আড়িয়াবাজার হাটের খাজনা দাবি করায় তিনজনকে আটক করেছে র্যাব, ১২ বগুড়ার সদস্যরা। গতকাল বুধবার রাত ৯টার দিকে আড়িয়াবাজার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত শতাধিক কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ করতালি দিয়ে উল্লাস প্রকাশ করেন। শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত হাট ইজারাদারের লোকেরা হলেন মাসুদ রানা, মিনহামিদ এবং রেজা।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আড়িয়া ইউনিয়নের খোদাবন্ধবালা গ্রামের অনেক কৃষক সরাসরি ব্যবসায়ীদের কাছে আলু বিক্রি করেন। প্রতিটি বস্তায় ৬৫ কেজি আলু নিয়ে মোট এক শ ৭০ বস্তা আলু একটি ট্রাকে ঢাকার মোহাম্মদপুর বাজারে নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী আবু তালেব। হাটের খাজনার দাবিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়িয়া কাটাবাড়িয়া মোড়ে ট্রাকটি আটক করে আড়িয়াবাজার বাস স্ট্যান্ডে এনে রাখেন হাট ইজারাদারের লোকজন।
আটক হওয়ার আগে হাট ইজারাদারের লোক মাসুদ রানা এবং মিনহামিদ আজকের পত্রিকাকে বলেন, অনেক টাকা দিয়ে হাট ডেকে নেওয়া হয়েছে। কৃষকদের কাছ থেকে সরাসরি ফসল কিনে ব্যবসায়ীরা চলে যায়। তাই খাজনা নেওয়ার জন্য ট্রাক আটক করেছি।
তাঁরা আরও বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি অভিযোগ দিয়েছি। সম্প্রতি ইজারাদারদের সঙ্গে বৈঠক হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার টাকা তোলার অনুমতি দিয়েছেন।
হাট এলাকার বাইরে খাজনা নেওয়ার অনুমতি বিষয়ে লিখিত কাগজ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তাঁরা বলেন, উপজেলা নির্বাহী অফিসার লিখিত দেয় নাই। বলেছেন আগের মতো খাজনা নিতে। আর গত ৩০ বছর ধরে এভাবেই খাজনা আদায় করা হচ্ছে।
খোদাবন্দবালা গ্রামের কৃষক সুলতান মিয়া, আবু জাফর আলীসহ অনেকে আজকের পত্রিকাকে বলেন, গ্রাম থেকে সবচেয়ে কাছের হাট আড়িয়াবাজার। দূরত্ব কমপক্ষে তিন কিলোমিটার। মাঠে থেকেই ব্যবসায়ীদের কাছে আলু বিক্রি করে দিয়েছি। আলু তোলার সময় ইজারাদারের লোকজন জমিতে বসে গোনে, কয় বস্তা আলু বিক্রি করলাম।
আরেক কৃষক আশরাফুল আজকের পত্রিকাকে বলেন, ইজারাদারের লোকজন বেশ কয়েক বছর ধরে এমন অত্যাচার করে আসছেন। এখান থেকে মুক্তি পাচ্ছি না। ইজারাদারের তিনজনকে র্যাব আটক করেছে। আশা করছি এখন থেকে ইজারাদারের কাছে জিম্মি দশা থেকে মুক্তি পাব।
আড়িয়াবাজার হাটের ইজারাদার ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু আজকের পত্রিকাকে বলেন, কৃষকের জমি থেকে ফসল বিক্রির খাজনা নেওয়ার প্রশ্নই ওঠে না। জেলা প্রশাসক এ বিষয়ে নিষেধ করেছেন।
ঘটনাস্থলে থাকা শাজাহানপুর থানার এসআই রেজাউল করিম রেজা আজকের পত্রিকাকে বলেন, হাটের সীমানার বাইরে থেকে খাজনা নেওয়া যাবে না। মাঠে কৃষকের কাছ থেকে আলু কিনে ব্যবসায়ী ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় ইজারাদারের লোকজন ট্রাক থামিয়ে মহাসড়কে আটকে রেখে খাজনা দাবি করেন। পরে র্যাব এসে মিনহামিদ, মাসুদ রানা এবং রেজা নামের তিন ব্যক্তিকে জনকে আটক করে নিয়ে গেছেন।
জানতে চাইলে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার আজকের পত্রিকাকে বলেন, সমন্বয় বৈঠকে এ বিষয়ে কথা হয়েছে। হাটের সীমানার বাইরে কেউ খাজনা নিতে পারবেন না।
বগুড়া শাজাহানপুর উপজেলায় মহাসড়কে ট্রাক আটকে অবৈধভাবে আড়িয়াবাজার হাটের খাজনা দাবি করায় তিনজনকে আটক করেছে র্যাব, ১২ বগুড়ার সদস্যরা। গতকাল বুধবার রাত ৯টার দিকে আড়িয়াবাজার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত শতাধিক কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ করতালি দিয়ে উল্লাস প্রকাশ করেন। শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত হাট ইজারাদারের লোকেরা হলেন মাসুদ রানা, মিনহামিদ এবং রেজা।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আড়িয়া ইউনিয়নের খোদাবন্ধবালা গ্রামের অনেক কৃষক সরাসরি ব্যবসায়ীদের কাছে আলু বিক্রি করেন। প্রতিটি বস্তায় ৬৫ কেজি আলু নিয়ে মোট এক শ ৭০ বস্তা আলু একটি ট্রাকে ঢাকার মোহাম্মদপুর বাজারে নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী আবু তালেব। হাটের খাজনার দাবিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়িয়া কাটাবাড়িয়া মোড়ে ট্রাকটি আটক করে আড়িয়াবাজার বাস স্ট্যান্ডে এনে রাখেন হাট ইজারাদারের লোকজন।
আটক হওয়ার আগে হাট ইজারাদারের লোক মাসুদ রানা এবং মিনহামিদ আজকের পত্রিকাকে বলেন, অনেক টাকা দিয়ে হাট ডেকে নেওয়া হয়েছে। কৃষকদের কাছ থেকে সরাসরি ফসল কিনে ব্যবসায়ীরা চলে যায়। তাই খাজনা নেওয়ার জন্য ট্রাক আটক করেছি।
তাঁরা আরও বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি অভিযোগ দিয়েছি। সম্প্রতি ইজারাদারদের সঙ্গে বৈঠক হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার টাকা তোলার অনুমতি দিয়েছেন।
হাট এলাকার বাইরে খাজনা নেওয়ার অনুমতি বিষয়ে লিখিত কাগজ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তাঁরা বলেন, উপজেলা নির্বাহী অফিসার লিখিত দেয় নাই। বলেছেন আগের মতো খাজনা নিতে। আর গত ৩০ বছর ধরে এভাবেই খাজনা আদায় করা হচ্ছে।
খোদাবন্দবালা গ্রামের কৃষক সুলতান মিয়া, আবু জাফর আলীসহ অনেকে আজকের পত্রিকাকে বলেন, গ্রাম থেকে সবচেয়ে কাছের হাট আড়িয়াবাজার। দূরত্ব কমপক্ষে তিন কিলোমিটার। মাঠে থেকেই ব্যবসায়ীদের কাছে আলু বিক্রি করে দিয়েছি। আলু তোলার সময় ইজারাদারের লোকজন জমিতে বসে গোনে, কয় বস্তা আলু বিক্রি করলাম।
আরেক কৃষক আশরাফুল আজকের পত্রিকাকে বলেন, ইজারাদারের লোকজন বেশ কয়েক বছর ধরে এমন অত্যাচার করে আসছেন। এখান থেকে মুক্তি পাচ্ছি না। ইজারাদারের তিনজনকে র্যাব আটক করেছে। আশা করছি এখন থেকে ইজারাদারের কাছে জিম্মি দশা থেকে মুক্তি পাব।
আড়িয়াবাজার হাটের ইজারাদার ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু আজকের পত্রিকাকে বলেন, কৃষকের জমি থেকে ফসল বিক্রির খাজনা নেওয়ার প্রশ্নই ওঠে না। জেলা প্রশাসক এ বিষয়ে নিষেধ করেছেন।
ঘটনাস্থলে থাকা শাজাহানপুর থানার এসআই রেজাউল করিম রেজা আজকের পত্রিকাকে বলেন, হাটের সীমানার বাইরে থেকে খাজনা নেওয়া যাবে না। মাঠে কৃষকের কাছ থেকে আলু কিনে ব্যবসায়ী ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় ইজারাদারের লোকজন ট্রাক থামিয়ে মহাসড়কে আটকে রেখে খাজনা দাবি করেন। পরে র্যাব এসে মিনহামিদ, মাসুদ রানা এবং রেজা নামের তিন ব্যক্তিকে জনকে আটক করে নিয়ে গেছেন।
জানতে চাইলে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার আজকের পত্রিকাকে বলেন, সমন্বয় বৈঠকে এ বিষয়ে কথা হয়েছে। হাটের সীমানার বাইরে কেউ খাজনা নিতে পারবেন না।
মাদারীপুরের শিবচরে বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার শিরুয়াইল বাজারে এ আগুন লাগে। তা নেভাতে গিয়ে এক ব্যবসায়ী দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আশপাশের লোকজনের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
১১ মিনিট আগেনেত্রকোনার মোহনগঞ্জে এক যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ৮টার দিকে পৌর শহরের টেংগাপাড়া এলাকায় রেলস্টেশন পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৮ মিনিট আগেনগরের হালিশহর এইচ-ব্লক জামে মসজিদ কমিটির সভাপতি প্রফেসর নুরুল আবছার গত শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে মুসল্লিদের উদ্দেশে তাঁর এক বক্তব্যে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি রমজান মাস ঘিরে এলাকায় পুলিশের টহল ও নজরদারি চেয়ে নিকটবর্তী থানায় একটি আবেদন করেছিলেন
৮ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের অভিযোগ উঠেছে। ব্যাটারিচালিত মেশিনের সাহায্যে রাতে অসাধু ব্যক্তিরা নদীর বিভিন্ন অংশে মাছ শিকার করছেন। এতে মাছের পোনা, ডিমসহ অন্যান্য জলজ প্রাণীও মারা যাচ্ছে।
৯ ঘণ্টা আগে