কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নিয়ম না মেনে নদী খনন করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কৃষক। নদী থেকে তোলা বালু স্তূপ করে রাখা হচ্ছে ফসলি জমিতে। এদিকে জমিতে বালু রাখতে নিষেধ করায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৃষকদের পক্ষে একজন জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছেন।
স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বাঙ্গালী, করতোয়া, ফুলজোড় ও হুড়াসাগর নদী মূলত ২০ ইঞ্চি হাইড্রোলিক ড্রেজার দিয়ে খনন করার নিয়ম থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান আয়ান কনস্ট্রাকশন ১২ ইঞ্চি বাংলা ড্রেজারের মাধ্যমে নদী খনন করে আসছে। বাংলা ড্রেজার দিয়ে নদী খনন করায় নদীর দুই পাড়ে ফসলি জমি নদীতে বিলীন হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকেরা। এ ছাড়া নদীর পাশের সড়কের মাটি ধসে যাওয়ায় হুমকির মুখে পড়েছে কামারখন্দ-নলকা সড়ক।
প্রকল্প সূত্রে জানা গেছে, ফুলজোড় নদী খনন প্রকল্পের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আয়ান কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটির ম্যানেজার ইউসুফ, ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম মণ্ডল, ভদ্রঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন তালুকদার, সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আনোয়ার তালুকদারসহ আরও বেশ কয়েকজনের নেতৃত্বে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে সাধারণ কৃষকদের জমিতে স্তূপ করে রাখা হচ্ছে। ফসলি জমিতে বালু রাখতে নিষেধ করলে কৃষকদের গুম ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
অভিযুক্ত আয়ান কনস্ট্রাকশনের ম্যানেজার ইউসুফ বলেন, ‘সড়কের ওপর দিয়ে বালুর পাইপ নেওয়ায় সহকারী কমিশনার (ভূমি) পাইপ অপসারণের নির্দেশ দিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে সওজের অনুমতি পাওয়ায় পাইপ আর অপসারণ করা হয়নি। আমরা এখানে কোনো অবৈধ কাজ করছি না। স্থানীয়দের ম্যানেজ করেই কাজ করতে হয়।’
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুন জানান, ফুলজোড় নদী খনন প্রকল্পে অবৈধ ড্রেজার বসিয়ে নদী খনন করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অবৈধ ড্রেজার বসিয়ে নদী খনন করায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নিয়ম না মেনে নদী খনন করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কৃষক। নদী থেকে তোলা বালু স্তূপ করে রাখা হচ্ছে ফসলি জমিতে। এদিকে জমিতে বালু রাখতে নিষেধ করায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৃষকদের পক্ষে একজন জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছেন।
স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বাঙ্গালী, করতোয়া, ফুলজোড় ও হুড়াসাগর নদী মূলত ২০ ইঞ্চি হাইড্রোলিক ড্রেজার দিয়ে খনন করার নিয়ম থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান আয়ান কনস্ট্রাকশন ১২ ইঞ্চি বাংলা ড্রেজারের মাধ্যমে নদী খনন করে আসছে। বাংলা ড্রেজার দিয়ে নদী খনন করায় নদীর দুই পাড়ে ফসলি জমি নদীতে বিলীন হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকেরা। এ ছাড়া নদীর পাশের সড়কের মাটি ধসে যাওয়ায় হুমকির মুখে পড়েছে কামারখন্দ-নলকা সড়ক।
প্রকল্প সূত্রে জানা গেছে, ফুলজোড় নদী খনন প্রকল্পের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আয়ান কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটির ম্যানেজার ইউসুফ, ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম মণ্ডল, ভদ্রঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন তালুকদার, সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আনোয়ার তালুকদারসহ আরও বেশ কয়েকজনের নেতৃত্বে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে সাধারণ কৃষকদের জমিতে স্তূপ করে রাখা হচ্ছে। ফসলি জমিতে বালু রাখতে নিষেধ করলে কৃষকদের গুম ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
অভিযুক্ত আয়ান কনস্ট্রাকশনের ম্যানেজার ইউসুফ বলেন, ‘সড়কের ওপর দিয়ে বালুর পাইপ নেওয়ায় সহকারী কমিশনার (ভূমি) পাইপ অপসারণের নির্দেশ দিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে সওজের অনুমতি পাওয়ায় পাইপ আর অপসারণ করা হয়নি। আমরা এখানে কোনো অবৈধ কাজ করছি না। স্থানীয়দের ম্যানেজ করেই কাজ করতে হয়।’
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুন জানান, ফুলজোড় নদী খনন প্রকল্পে অবৈধ ড্রেজার বসিয়ে নদী খনন করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অবৈধ ড্রেজার বসিয়ে নদী খনন করায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের ‘সমন্বয়ক’ পরিচয়ে গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক পলাতক জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
১ মিনিট আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের শাপলা বিলে বেড়াতে গিয়ে দুজন নিহত হয়েছেন। নৌকায় চড়ে ঘুরতে গিয়ে নৌকা ডুবে তারা মারা যান। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক অবস্থায় নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
১৬ মিনিট আগেনেত্রকোনার আটপাড়া উপজেলার কৈলং শেখবাড়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের দাবি, সরকারি বেতন কাঠামোর আওতায় নির্ধারিত এরিয়া বিল (বকেয়া) অনুমোদন পেলেও প্রধান শিক্ষক স্বাক্ষরের বিনিময়ে অর্ধেক টাকা দাবি করছেন।
৪৩ মিনিট আগেচট্টগ্রামে পতেঙ্গায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে নগরীর পতেঙ্গার স্টিল মিল বাজারে এই ধর্ষণের অভিযোগ ওঠার পর তাঁকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পতেঙ্গা থানা-পুলিশ। পরে গতকাল বৃহস্পতিবার এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলার অভিযুক্ত ওই...
১ ঘণ্টা আগে