Ajker Patrika

সিকিভাগ ধান না পাওয়ায় ছাত্রলীগ নেতাকে প্রাণনাশের হুমকি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২২, ১৫: ২০
সিকিভাগ ধান না পাওয়ায় ছাত্রলীগ নেতাকে প্রাণনাশের হুমকি

পাবনার ভাঙ্গুড়ায় ‘সিকিভাগ ধান’ না পাওয়ায় উপজেলা ছাত্রলীগের নেতা মনজুরুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়েছেন সেচযন্ত্রের মালিক ও খানমরিচ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মনিরুজ্জামান সবুজ। আজ বৃহস্পতিবার সকালে মোবাইল ফোনে তাঁকে হুমকি দেওয়া হয়। 

মনজুরুল ইসলাম উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। হুমকি পাওয়ার পরপরই তিনি নিজ ফেসবুকে জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে একটি পোস্ট দেন। ঘটনাটি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইল ফোনে অবহিত করা হয়। 

অভিযোগে জানা যায়, সেচের বিনিময়ে কৃষকদের কাছ থেকে সেচযন্ত্রের মালিকদের পাঁচ ভাগে ধান আদায় করতে নির্দেশনা দেয় উপজেলা সেচ কমিটি। এর পরও উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামের যুবলীগ নেতা ও সেচযন্ত্রের মালিক মনিরুজ্জামান সবুজ তাঁর সেচ প্রকল্পের কৃষকদের কাছ থেকে জোর করে সিকিভাগ ধান আদায় করতে উঠেপড়ে লেগেছেন। কিন্তু ছাত্রলীগের নেতা মনজুরুলসহ কৃষকেরা তাঁদের খেতের ধান সেচযন্ত্রের মালিককে দিতে অস্বীকৃতি জানান। 

গতকাল বুধবার সন্ধ্যার দিকে মনজুরুল তাঁর খেতের ধান পাঁচ ভাগ করে এক ভাগ সেচযন্ত্রের মালিক সবুজের জন্য রেখে বাকি ধান নিয়ে চলে যান। এতে ক্ষিপ্ত হয়ে আজ সকালে সবুজ মোবাইলে মনজুরুলকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

এ বিষয়ে মনজুরুল ইসলাম বলেন, ‘পাঁচ ভাগে ধান নিতে সরকার নিয়ম করে দিয়েছে। কিন্তু সবুজ এলাকায় প্রভাবশালী হওয়ায় কৃষকদের কাছ থেকে জোর করে সিকিভাগ ধান আদায় করতে কৃষকদের ওপর চাপ দিচ্ছেন। আমি সিকিভাগ ধান না দেওয়ায় আমাকে মোবাইল ফোনে গালাগালি করে প্রাণনাশের হুমকি দিয়েছেন।’

অভিযুক্ত যুবলীগ নেতা মনিরুজ্জামান সবুজ বলেন, ‘এত দিন আমরা কৃষকদের কাছ থেকে সিকিভাগ ধান আদায় করে আসছি। কিন্তু মনজুরুল আমাকে না জানিয়ে ধান পাঁচ ভাগ করে চার ভাগ নিয়ে চলে যান। এ জন্য আমি মোবাইল ফোনে তাঁর সঙ্গে এভাবে কথা বলেছি।’ 

উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান খান আজকের পত্রিকাকে বলেন, সেচযন্ত্রের মালিক প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নির্বাহী কর্মকর্তা আরও বলেন, কৃষকদের কাছ থেকে পাঁচ ভাগে ধান আদায় করতে সেচযন্ত্রের মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত