Ajker Patrika

৪০ লাখ টাকা রাস্তায় পেয়ে মালিক খুঁজছেন মসজিদের ইমাম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ২১: ০০
৪০ লাখ টাকা রাস্তায় পেয়ে মালিক খুঁজছেন মসজিদের ইমাম

চাঁপাইনবাবগঞ্জের নতুন ট্রাক টার্মিনাল এলাকায় রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খুঁজছেন মাওলানা আবদুল বাসির নামে এক ব্যক্তি। তিনি চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় বাসিন্দা ও নিউমার্কেট জামে মসজিদের ইমাম। একই সঙ্গে তাফসিরকারক বলেও পরিচিত।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর ব্যবহৃত সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে দেওয়া একটি পোস্টে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী কিছুদিন আগে রাতে চাঁপাইনবাবগঞ্জ নতুন ট্রাক টার্মিনাল সংলগ্ন রোডে প্রায় চল্লিশ লক্ষাধিক টাকা পড়ে পাওয়া গেছে। এই টাকা যার হবে তিনি উপযুক্ত প্রমাণ সহকারে একটি নম্বর দিয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।’ 

 এ বিষয়ে যোগাযোগ করা হলে পোস্ট দেওয়া মাওলানা আবদুল বাসির আজকের পত্রিকাকে বলেন, ‘কিছুদিন আগে প্রায় ৪০ লাখ টাকা রাস্তায় পাওয়া গেছে। টাকার মালিক খুঁজে না পেয়ে বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে। আমি তাফসির করতে জেলার বাইরে অবস্থান করছি। সোমবার টাকাগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘টাকা পড়ে যাওয়া বা হারিয়ে গেছে—এমন কোনো ব্যক্তি থানায় অভিযোগ করেনি। টাকা ফেরত দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত