Ajker Patrika

শিবগঞ্জের ‘রাজাবাবু’, দাম হাঁকাচ্ছেন ১৭-১৮ লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২৩, ১৭: ৪২
শিবগঞ্জের ‘রাজাবাবু’, দাম হাঁকাচ্ছেন ১৭-১৮ লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কোরবানি উদ্দেশ্যে বিক্রির জন্য প্রস্তুত হলস্টেইন-ফ্রিজিয়ান জাতের ষাঁড় ‘রাজাবাবু’। ষাঁড়টির হাঁটাচলা, খাওয়াদাওয়া ও নাজুক প্রকৃতির হওয়ায় রাজাবাবু নাম রাখা হয়েছে বলে জানিয়েছেন গরুটির মালিক। এই ষাঁড়টির দাম হাঁকা হয়েছে ১৭-১৮ লাখ টাকা।

উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের হাজারবিঘি চাঁদপুর গ্রামের প্রান্তিক খামারি ও সাবেক ইউপি সদস্য জুলফিকার আলী হলস্টেইন-ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি এক বছর ধরে লালন-পালন করছেন। বছর ধরে প্রাকৃতিক খাবার ও ঘাস খাইয়ে বড় করেছেন ষাঁড়টিকে।

খামারি জুলফিকার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘রাজাবাবুর খাবারে মেন্যুতে প্রাকৃতিক খাবারের পাশাপাশি কলা, আপেল, কমলা, বেদানা ও মৌসুমি ফল আমও রয়েছে। প্রতিদিন রাজাবাবুর পেছনে ব্যয় করা হয় ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। লম্বা ও উচ্চতায় ফিতার মাপে রাজাবাবুর ওজন ধরা হয়েছে প্রায় ৩৮ মণ। কোরবানির ঈদ সামনে রেখে দাম চাচ্ছি ১৭-১৮ লাখ টাকা।’

জুলফিকার আলী বলেন, ‘কোরবানির ঈদকে ঘিরে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারেরা ষাঁড়টি দেখতে আসছে। একেকজন একেক রকম দাম বলছে। তবে কাঙ্ক্ষিত দাম এখনো কেউ বলেনি। স্থানীয়ভাবে দাম না পেলে চট্টগ্রামের বাজারে পাঠাব।’

খামারি জুলফিকার আলী জানান, প্রাকৃতিক উপায়ে কোনো প্রকার ওষুধ ছাড়াই লালন-পালন করা হচ্ছে ষাঁড়টিকে। গত কোরবানিতে চাঁপাইনবাবগঞ্জে সম্রাট নামের একটি কালো রঙের ষাঁড় লালন-পালন করেছিলেন। এ বছর রাজাবাবুকে কোরবানির ঈদে বিক্রি করার স্বপ্ন দেখছেন তিনি।

এদিকে রাজাবাবুকে প্রতিদিন দেখতে ভিড় করছেন দূর-দূরান্ত থেকে আসা অনেক মানুষ। তাঁরা জানান, শুধু হাজারবিঘি গ্রামের নয়, সমগ্র চাঁপাইনবাবগঞ্জে এত বড় ষাঁড় চোখে পড়েনি। এটা যেন একটা ছোটখাটো সুর ছাড়া হাতি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রাজাবাবু জেলার মধ্যে সবচেয়ে বড় ষাঁড়। ষাঁড়টিকে বিক্রির জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে।’

মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘খামারি জুলফিকার আলীকে দপ্তর থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়ে থাকে। তাঁর দেখে যেন অন্য খামারিরা উৎসাহ পান। সে লক্ষ্যে প্রচারণা চালানো হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত