Ajker Patrika

মারা গেলেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা) 
মারা গেলেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

স্ত্রীর ডাক্তারি রিপোর্ট আনতে বাড়ি থেকে বের হন পাবনার ভাঙ্গুড়া উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মজিদ। রাতের ট্রেন ধরতে আসেন স্টেশন প্ল্যাটফর্মে। কিন্তু ট্রেন আসার আগেই হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে পৌরশহরের বড়ালব্রিজ রেলওয়ে স্টেশনে ঘটনাটি ঘটেছে।

মৃত আব্দুল মজিদ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শরৎনগর বাজারের বাসিন্দা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তাঁর স্ত্রী ও চার ছেলে রয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল মজিদের স্ত্রী শেফালি খাতুন ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে তাঁকে চেকআপ করানো হয়। স্ত্রীর ডাক্তারি রিপোর্ট আনার উদ্দেশ্যে গতকাল রাতের ট্রেনে ঢাকায় যেতে বড়ালব্রিজ স্টেশন প্ল্যাটফর্মে আসেন তিনি। সেখানে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের অপেক্ষায় ছিলেন। কিন্তু ট্রেন আসার আগেই হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান তিনি।

আজ শনিবার বেলা ১১টায় বড়ালব্রিজ খেলার মাঠে জানাজা শেষে তাঁর গ্রামের বাড়ি পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার হাংড়াগাড়ী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত