Ajker Patrika

পত্নীতলায় বাসচাপায় অটোভ্যানের আরও ২ যাত্রীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ১৪
পত্নীতলায় বাসচাপায় অটোভ্যানের আরও ২ যাত্রীর মৃত্যু

নওগাঁর পত্নীতলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের আরও দুই যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। 

গতকাল শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল তিনজন। এ দিকে দুর্ঘটনায় আহত আরও তিনজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার নজিপুর-ধামুইরহাট সড়কের আমবাটি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন পত্নীতলা উপজেলার পাহাড়কাটা গ্রামের বাসিন্দা শানজিদা খাতুন (২৬), শরিফা খাতুন (৪৫) ও আমিনাবাদ গ্রামের বাসিন্দা ভ্যানচালক মো. মিজানুর রহমান। 

আহতরা হলেন নিহত শানজিদার ছেলে সোহান, নিহত শরিফা খাতুনের ছেলে শামীম রেজা ও মহাদেবপুর উপজেলার নানুপাড়া গ্রামের আরিফুজ্জামান। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, একই পরিবারের কয়েকজন নারী ও পুরুষ ভ্যানযোগে নজিপুর থেকে পাহাড়কাটার দিকে যাচ্ছিলেন। এ সময় আমবাটি মোড় এলাকায় পৌঁছালে ধামুইরহাট থেকে আসা নজিপুরগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ভ্যানের যাত্রী শরিফা খাতুন, শামীম রেজা, শানজিদা খাতুন, সোহান, আরিফুজ্জামান ও ভ্যানচালক মিজানুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শানজিদাকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই শরিফা খাতুন ও মিজানুর রহমান মারা যান। 

পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব আজকের পত্রিকাকে বলেন, এই দুর্ঘটনায় প্রথমে এক নারীর মৃত্যু হয় এবং আহত হয় পাঁচজন। পরে আহতদের মধ্যে আরও দুজন মারা যান।

ওসি আরও বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত