Ajker Patrika

স্বেচ্ছায় শিক্ষকতা থেকে অবসর, জনপ্রতিনিধি হতে মাঠে প্রধান শিক্ষক 

ভাঙ্গুড়া (পাবনা), প্রতিনিধি 
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১১: ৩০
স্বেচ্ছায় শিক্ষকতা থেকে অবসর, জনপ্রতিনিধি হতে মাঠে প্রধান শিক্ষক 

নাম তাঁর নুর-ঊন-নবী মণ্ডল দুলাল। বয়স ৪৬ বছর। এলাকায় দুলাল মাস্টার হিসেবেই পরিচিত। বিএ পাস করেছেন তিনি। বিগত ৩০ বছর এলাকার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন দুলাল মাস্টার। কিন্তু শিক্ষকতা থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে সক্রিয় হন রাজনীতিতে। চলতি বছর খানমরিচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে মাঠে নেমেছেন তিনি। 

দুলাল মাস্টারের বাড়ি পাবনার ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নের ময়দানদীঘি গ্রামে। ওই এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আব্দুল কাদের মাস্টারের সন্তান তিনি। তাঁর চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। 

জানা যায়, ছাত্রজীবন থেকেই মুজিব আদর্শ লালন করায় রাজনীতিতে জড়িয়ে পড়েন দুলাল মাস্টার। জনপ্রতিনিধি হয়ে মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। তাই সবশেষে স্থানীয় ময়দানদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে থাকা অবস্থায় গত বছরের ৩০ সেপ্টেম্বর চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। 

রাজনৈতিক জীবনে খানমরিচ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দুলাল মাস্টার। বর্তমানে তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন। যুবলীগের পদে থাকলেও খানমরিচ ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতিকে অন্তরে লালন করেন তিনি। এলাকায় তাঁর বেশ জনপ্রিয়তা রয়েছে। রাজনৈতিক মামলায় জেল খাটতেও হয়েছে তাঁকে। এ ছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকায় জনকল্যাণমূলক কাজ করছেন ওই মাস্টার। 

বর্তমানে খানমরিচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে মাঠে নেমেছেন তিনি। এরই মধ্যে কর্মী-সমর্থকদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম-মহল্লা চষে বেড়াচ্ছেন। ২০১১ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক থাকা অবস্থায় খানমরিচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। 

এ বিষয়ে নুর-ঊন-নবী মণ্ডল দুলাল আজকের পত্রিকাকে বলেন, `বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতেই আমি জনপ্রতিনিধি হতে চাই। আসছে ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন লাভের আশায় সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছি। এখন মাঠে সক্রিয় রয়েছি।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত