Ajker Patrika

মাছের দরদাম নিয়ে বাগ্‌বিতণ্ডা, গাছের ডালের আঘাতে বৃদ্ধের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
মাছের দরদাম নিয়ে বাগ্‌বিতণ্ডা, গাছের ডালের আঘাতে বৃদ্ধের মৃত্যু

নওগাঁর বদলগাছীতে মাছের দরদাম করাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে গাছের ডালের আঘাতে শামছুল হক (৫৫) নামের এক ব্যক্তির নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চাকরাইল বটতলা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শামছুল হক উপজেলার চাকরাইল বাসিন্দা। এ ঘটনায় নিহত শামসুল হকের বড় মেয়ে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। 

এলাকাবাসী ও পুলিশ বলছে, শনিবার সকালে উপজেলার চাকরাইল বটতলা বাজারে মাছের দরদাম করাকে কেন্দ্র করে ওই এলাকার শিপন হোসেন (৪২) নামের এক ব্যক্তির সঙ্গে শামছুল হকের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শিপন হোসেন শজনে গাছের ডাল দিয়ে শামছুলকে আঘাত করে। এ সময় সড়কের পাশের সাইকেলের ওপর পড়ে শামসুল হকের মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামছুলকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শিপন পলাতক রয়েছেন। 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। অভিযুক্ত শিপন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত