গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের আগ পুরুলিয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৯টি পরিবারের ১১টি বসত ঘর পুড়ে গেছে।
নিহত ওই বৃদ্ধার নাম গুলজান বেগম। তিনি আগ পুরুলিয়া গ্রামের আব্দুল সরদারের স্ত্রী।
গুরুদাসপুর দমকলবাহিনীর ইনচার্জ মো. শহিদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার ৪৫ মিনিটের মধ্যে গুরুদাসপুর, বনপাড়া ও নাটোর সদর থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের বরাত দিয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল বলেন, ওই গ্রামের আব্দুল জব্বারের বাড়ির চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পর্যায়ক্রমে জব্বারের তিন ছেলেসহ প্রতিবেশী মোহাম্মদ আলী ও আব্দুল হাকিমের ১১টি বসতঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় সকলে বের হতে পারলেও বয়সের কারণে গুলজান বেগম ঘর থেকে বের হতে পারেননি। আগুন নেভানোর পর তাঁরা বৃদ্ধার পোড়া মরদেহ উদ্ধার করে।
আবু রাসেল আরও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার, ৫ কেজি চাল, ২ কেজি ডাল, চিরা, মুড়ি সরবরাহ করা হয়েছে।
নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ করেন।
সন্ধ্যার পর জেলা প্রশাসক মো. শামীম আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতের দাফনের জন্য আর্থিক সহযোগিতা করেন। এ ছাড়া প্রত্যক পরিবারের মাঝে নগদ অর্থ বরাদ্দ দেন।
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের আগ পুরুলিয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৯টি পরিবারের ১১টি বসত ঘর পুড়ে গেছে।
নিহত ওই বৃদ্ধার নাম গুলজান বেগম। তিনি আগ পুরুলিয়া গ্রামের আব্দুল সরদারের স্ত্রী।
গুরুদাসপুর দমকলবাহিনীর ইনচার্জ মো. শহিদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার ৪৫ মিনিটের মধ্যে গুরুদাসপুর, বনপাড়া ও নাটোর সদর থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের বরাত দিয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল বলেন, ওই গ্রামের আব্দুল জব্বারের বাড়ির চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পর্যায়ক্রমে জব্বারের তিন ছেলেসহ প্রতিবেশী মোহাম্মদ আলী ও আব্দুল হাকিমের ১১টি বসতঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় সকলে বের হতে পারলেও বয়সের কারণে গুলজান বেগম ঘর থেকে বের হতে পারেননি। আগুন নেভানোর পর তাঁরা বৃদ্ধার পোড়া মরদেহ উদ্ধার করে।
আবু রাসেল আরও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার, ৫ কেজি চাল, ২ কেজি ডাল, চিরা, মুড়ি সরবরাহ করা হয়েছে।
নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ করেন।
সন্ধ্যার পর জেলা প্রশাসক মো. শামীম আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতের দাফনের জন্য আর্থিক সহযোগিতা করেন। এ ছাড়া প্রত্যক পরিবারের মাঝে নগদ অর্থ বরাদ্দ দেন।
চাঁদপুর জেলায় বিশেষ টাস্কফোর্সের অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিসহ ইফতারসামগ্রী তৈরি করায় ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের বাবুরহাট ও ওয়্যারলেস বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
৬ মিনিট আগেখুলনার পাইকগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রিপন গাজী (৪৫) নামের এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত। ২০০৮ সালের সেই রায়ের পর থেকে ১৭ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন রিপন। কিন্তু নিজেকে সাজার হাত থেকে রক্ষা করতে পারেননি।
১৫ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই প্রকৌশলীকে এক বিএনপি নেতার গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন কুয়েট কর্মকর্তা সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ
২২ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে নিখোঁজ এক স্কুলছাত্রীকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করার কয়েক ঘণ্টা পর ওই ছাত্রী আত্মহত্যা করছে। প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় সে আত্মহত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
২৫ মিনিট আগে