বেড়া (পাবনা) প্রতিনিধি
পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আহতদের গুরুতর অবস্থায় পাবনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে পাবনা-ঢাকা মহাসড়কের সমাসনারী মাদ্রাসা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতাহার হোসেন (৩০) ও একই গ্রামের আব্দুল বারেকের ছেলে ফারুক হোসেন (৩২)। তারা দুজনই পেশায় নির্মাণ শ্রমিক।
পুলিশ ও স্থানীয়রা বলছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বেড়া থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কাশিনাপুরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি সমাসনারী মাদ্রাসা নামের স্থানে পৌঁছামাত্র পাবনা থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোতাহার হোসেন ও ফারুক হোসেন দুর্ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বেড়া হাসপাতালে নেয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মাধবপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন আজকের পত্রিকাকে জানান, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে।
পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আহতদের গুরুতর অবস্থায় পাবনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে পাবনা-ঢাকা মহাসড়কের সমাসনারী মাদ্রাসা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতাহার হোসেন (৩০) ও একই গ্রামের আব্দুল বারেকের ছেলে ফারুক হোসেন (৩২)। তারা দুজনই পেশায় নির্মাণ শ্রমিক।
পুলিশ ও স্থানীয়রা বলছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বেড়া থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কাশিনাপুরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি সমাসনারী মাদ্রাসা নামের স্থানে পৌঁছামাত্র পাবনা থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোতাহার হোসেন ও ফারুক হোসেন দুর্ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বেড়া হাসপাতালে নেয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মাধবপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন আজকের পত্রিকাকে জানান, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে।
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এর মধ্যে একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য মালিকপক্ষ বন্ধ ঘোষণা করেছে। আজ রোববার মহানগরীর তিন সড়কের দুটি ও কাশিমপুর এলাকার একটি কারখানায় এ বিক্ষোভ করেন তাঁরা।
১ মিনিট আগেনোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১ দিকে নোয়াখালী পৌরসভার জয়কৃষ্ণপুর গ্রামের বাড়িতে এ হামলা চালানো হয়। গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে আবদুল ওয়াদুদ পিন্টু আত্মগোপনে রয়েছেন।
৭ মিনিট আগেমুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির জন্য থামা একটি লঞ্চে অনৈতিক কাজের অভিযোগে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মামলায় হয়েছে। আজ রোববার সকালে নেহাল আহমেদ ওরফে জিহাদের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে সদর থানায় মুক্তারপুর নৌ পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
১২ মিনিট আগেঅবরোধের কারণে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এতে গরমের মধ্যে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে সিঙ্গাইর থানা-পুলিশ গিয়ে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধকারীরা সড়ক থেকে সড়ে দাঁড়ান। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
১৩ মিনিট আগে