নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
দুর্বৃত্তের ছোড়া গুলিতে রাজশাহীর পবায় যুবদল নেতার বাবা মো. আলাউদ্দিন নিহতের মামলায় কৃষক দলের এক নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। খবর পেয়ে দলীয় নেতা-কর্মীরা থানায় জড়ো হন। এ সময় কয়েকজন থানার ওসির কক্ষে ঢুকে হট্টগোল শুরু করেন। তাঁরা কৃষক দল নেতাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। পরে পুলিশ তাঁকে ছেড়ে দেয়।
ঘটনাটি ঘটে গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর শাহমখদুম থানায়।
আটক কৃষক দল নেতার নাম আশরাফুল ইসলাম। তিনি রাজশাহী মহানগর কৃষক দলের সদস্যসচিব।
জানা যায়, ওই দিন সন্ধ্যায় মহানগরীর শাহমখদুম থানা-পুলিশ আশরাফুলকে আটক করে নিয়ে আসে। খবর পেয়ে রাত ৮টার দিকে সমর্থকেরা থানা ঘেরাও করেন। ছুটে যান রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরিফুজ্জামান শামীমও। পরে রাতেই কৃষক দল নেতাকে পুলিশ ছেড়ে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে কৃষক দল নেতা আশরাফুল ইসলাম বলেন, ‘থানায় আমাকে সন্দেহমূলকভাবে ধরে নিয়ে গিয়েছিল। পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করছিল। অথচ আমি কিছুই জানি না। যেহেতু আমি মহানগরের সেক্রেটারি, তাই কর্মী-সমর্থকেরা থানায় গিয়েছিল। আমি সবাইকে বলে দিয়েছিলাম, কেউ পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। কেউ খারাপ ব্যবহার করেনি। জিজ্ঞাসাবাদ শেষে আমাকে ছেড়ে দিয়েছে।’
এর আগে গত ১৪ জানুয়ারি মধ্যরাতে রাজশাহীর শাহমখদুম থানার ভুগরইল মহল্লায় স্থানীয় যুবদল নেতা সালাহউদ্দিন মিন্টুর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। এ সময় বাড়ির ভেতরে গুলিবিদ্ধ হন মিন্টুর বাবা মো. আলাউদ্দিন। পরে ১৫ জানুয়ারি তিনি হাসপাতালে মারা যান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
গুলিবর্ষণের আগে বিরোধ মীমাংসায় দুটি পক্ষ এয়ারপোর্ট থানায় বসেছিল। একটি পক্ষের হয়ে ছিলেন মিন্টু। ওই মীমাংসা বৈঠক থেকে বাড়ি যাওয়ার পর তাঁর বাড়িতে গুলিবর্ষণ করা হয়। যাঁরা গুলিবর্ষণ করেন, তাঁরাও ওই মীমাংসা বৈঠকে ছিলেন।
পুলিশ তথ্য পেয়েছে, ওই রাতে মিন্টুর বাড়িতে যাঁরা গুলি করেছিলেন, তাঁদের দু-একজনের সঙ্গে মোবাইলে কথা হয়েছে কৃষক দল নেতা আশরাফুলের। এ-সংক্রান্ত কললিস্টও পাওয়া গেছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করে থানায় নেওয়া হয়েছিল।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন বলেন, ‘আমরা কললিস্ট দেখে আশরাফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছিলাম। তিনি বলেছেন যে তিনি নেতা মানুষ। বিভিন্ন এলাকার লোকজনের সঙ্গেই তার কথা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তর তদন্ত চলছে।’
দুর্বৃত্তের ছোড়া গুলিতে রাজশাহীর পবায় যুবদল নেতার বাবা মো. আলাউদ্দিন নিহতের মামলায় কৃষক দলের এক নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। খবর পেয়ে দলীয় নেতা-কর্মীরা থানায় জড়ো হন। এ সময় কয়েকজন থানার ওসির কক্ষে ঢুকে হট্টগোল শুরু করেন। তাঁরা কৃষক দল নেতাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। পরে পুলিশ তাঁকে ছেড়ে দেয়।
ঘটনাটি ঘটে গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর শাহমখদুম থানায়।
আটক কৃষক দল নেতার নাম আশরাফুল ইসলাম। তিনি রাজশাহী মহানগর কৃষক দলের সদস্যসচিব।
জানা যায়, ওই দিন সন্ধ্যায় মহানগরীর শাহমখদুম থানা-পুলিশ আশরাফুলকে আটক করে নিয়ে আসে। খবর পেয়ে রাত ৮টার দিকে সমর্থকেরা থানা ঘেরাও করেন। ছুটে যান রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরিফুজ্জামান শামীমও। পরে রাতেই কৃষক দল নেতাকে পুলিশ ছেড়ে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে কৃষক দল নেতা আশরাফুল ইসলাম বলেন, ‘থানায় আমাকে সন্দেহমূলকভাবে ধরে নিয়ে গিয়েছিল। পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করছিল। অথচ আমি কিছুই জানি না। যেহেতু আমি মহানগরের সেক্রেটারি, তাই কর্মী-সমর্থকেরা থানায় গিয়েছিল। আমি সবাইকে বলে দিয়েছিলাম, কেউ পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। কেউ খারাপ ব্যবহার করেনি। জিজ্ঞাসাবাদ শেষে আমাকে ছেড়ে দিয়েছে।’
এর আগে গত ১৪ জানুয়ারি মধ্যরাতে রাজশাহীর শাহমখদুম থানার ভুগরইল মহল্লায় স্থানীয় যুবদল নেতা সালাহউদ্দিন মিন্টুর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। এ সময় বাড়ির ভেতরে গুলিবিদ্ধ হন মিন্টুর বাবা মো. আলাউদ্দিন। পরে ১৫ জানুয়ারি তিনি হাসপাতালে মারা যান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
গুলিবর্ষণের আগে বিরোধ মীমাংসায় দুটি পক্ষ এয়ারপোর্ট থানায় বসেছিল। একটি পক্ষের হয়ে ছিলেন মিন্টু। ওই মীমাংসা বৈঠক থেকে বাড়ি যাওয়ার পর তাঁর বাড়িতে গুলিবর্ষণ করা হয়। যাঁরা গুলিবর্ষণ করেন, তাঁরাও ওই মীমাংসা বৈঠকে ছিলেন।
পুলিশ তথ্য পেয়েছে, ওই রাতে মিন্টুর বাড়িতে যাঁরা গুলি করেছিলেন, তাঁদের দু-একজনের সঙ্গে মোবাইলে কথা হয়েছে কৃষক দল নেতা আশরাফুলের। এ-সংক্রান্ত কললিস্টও পাওয়া গেছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করে থানায় নেওয়া হয়েছিল।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন বলেন, ‘আমরা কললিস্ট দেখে আশরাফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছিলাম। তিনি বলেছেন যে তিনি নেতা মানুষ। বিভিন্ন এলাকার লোকজনের সঙ্গেই তার কথা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তর তদন্ত চলছে।’
নীলফামারীর চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে ঢাকা, খুলনা ও রাজশাহী রুটে ৬টি যাত্রীবাহী আন্তনগর ট্রেন চলাচল করছে। কম সময়ে স্বল্প খরচে উত্তরাঞ্চলের কৃষিসহ নানান পণ্য পরিবহনের লক্ষ্যে ট্রেনগুলোয় লাগেজ ভ্যান যুক্ত করা হয় দুই বছর আগে। তবে এ অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে মেলেনি আশানুরূপ সাড়া...
২০ মিনিট আগেদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জবি শিক্ষার্থীরা। চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে জবি ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিন এ কথা বলেন...
২ ঘণ্টা আগেপুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
৩ ঘণ্টা আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
৩ ঘণ্টা আগে