Ajker Patrika

নওগাঁয় ট্রাক্টরের চাকা বিস্ফোরণে যুবকের মৃত্যু

প্রতিনিধি
নওগাঁয় ট্রাক্টরের চাকা বিস্ফোরণে যুবকের মৃত্যু

পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাক্টরের চাকায় হাওয়া দেওয়ার সময় তা বিস্ফোরণে জয় চন্দ্র মণ্ডল (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত জয় চন্দ্র উপজেলার বহবলপুর গ্রামের শীবেন চন্দ্রের ছেলে ও নজিপুর হোসেন মোটরসের কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে হোসেন মোটরস নামের দোকানে আসা একটি ট্রাক্টরের চাকায় হাওয়া দিচ্ছিলেন জয়। এ সময় চাকাটি হঠাৎই বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে জয় পাকা সড়কের ওপর ছিটকে পড়েন। এতে মাথায় মারাত্মক আঘাত পান তিনি। মুমূর্ষু অবস্থায় তাঁকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

এ ব্যাপারে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক টিটা হোসেন বলেন, ‘দুপুরে জয় নামের ওই যুবককে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কয়েকজন ব্যক্তি। কিন্তু হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে মাথা দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ বলেন, চাকা বিস্ফোরণের ঘটনায় জয় চন্দ্র মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ আজ শনিবার বিকেল ৫টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত