নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে এক ঠিকাদারকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে শহরের বালুডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মোশাররফ হোসেন শান্ত (৩২)। তিনি নওগাঁ শহরের চকগোবিন্দ এলাকার আক্কাস আলীর ছেলে।
এর আগে রোববার রাত ১০টার দিকে বালুডাঙ্গা এলাকায় প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে সাজ্জাদ হোসেন (৩৫) নামের পল্লী বিদ্যুতের এক ঠিকাদারকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠে শান্ত ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন।
এদিকে রোববার রাতেই শান্তর প্রকাশ্য অস্ত্রের মহড়াসহ ঠিকাদারকে কুপিয়ে জখমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে শান্ত ও তাঁর ১০-১২ জন সহযোগী দেশীয় অস্ত্র (হাঁসুয়া) হাতে নিয়ে এসে ঠিকাদার সাজ্জাদের শরীরে এলোপাথারী আঘাত করছে। ওই মুহুর্তে গুরুত্বর জখম বাবাকে বাঁচাতে ছুটে যান সাজ্জাদের ছেলে হৃদয়। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয়কেও মারপিট করে অভিযুক্তরা। ঘটনাটি ঘটে শহরের বালুডাঙ্গা এলাকায় প্রধান সড়কের পাশে শত শত মানুষের উপস্থিতিতেই।
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, বাসস্টান্ডে এক মুদিখানার দোকানীকে মারপিট করেন শান্ত ও তাঁর অনুসারীরা। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন সাজ্জাদ। সেসময় সাজ্জাদের উপর চড়াও হয় অভিযুক্তরা। এরপর সেখান থেকে কিছুটা দূরে গিয়ে তাঁরা শুরু করে অস্ত্রের মহড়া। হামলা করা হয় সাজ্জাদ ও তাঁর ছেলের উপর।
ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বলেন, রাতে বাড়ি ফেরার পথে ছেলেকে সঙ্গে নিয়ে বাসস্টান্ডে দাঁড়ায়। এরপর শান্ত’র অন্যায়ের প্রতিবাদ করলে সে আমার কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাকে অস্ত্র দিয়ে জখম করা হয়। আমার ছেলেকেও মারপিট করেছে তাঁরা। এই ঘটনার বিচার চাই।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ ঘটনায় শান্তকে প্রধান আসামি করে মোট ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী। দুপুরে প্রধান অভিযুক্ত শান্তকে গ্রেপ্তার হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
নওগাঁয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে এক ঠিকাদারকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে শহরের বালুডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মোশাররফ হোসেন শান্ত (৩২)। তিনি নওগাঁ শহরের চকগোবিন্দ এলাকার আক্কাস আলীর ছেলে।
এর আগে রোববার রাত ১০টার দিকে বালুডাঙ্গা এলাকায় প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে সাজ্জাদ হোসেন (৩৫) নামের পল্লী বিদ্যুতের এক ঠিকাদারকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠে শান্ত ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন।
এদিকে রোববার রাতেই শান্তর প্রকাশ্য অস্ত্রের মহড়াসহ ঠিকাদারকে কুপিয়ে জখমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে শান্ত ও তাঁর ১০-১২ জন সহযোগী দেশীয় অস্ত্র (হাঁসুয়া) হাতে নিয়ে এসে ঠিকাদার সাজ্জাদের শরীরে এলোপাথারী আঘাত করছে। ওই মুহুর্তে গুরুত্বর জখম বাবাকে বাঁচাতে ছুটে যান সাজ্জাদের ছেলে হৃদয়। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয়কেও মারপিট করে অভিযুক্তরা। ঘটনাটি ঘটে শহরের বালুডাঙ্গা এলাকায় প্রধান সড়কের পাশে শত শত মানুষের উপস্থিতিতেই।
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, বাসস্টান্ডে এক মুদিখানার দোকানীকে মারপিট করেন শান্ত ও তাঁর অনুসারীরা। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন সাজ্জাদ। সেসময় সাজ্জাদের উপর চড়াও হয় অভিযুক্তরা। এরপর সেখান থেকে কিছুটা দূরে গিয়ে তাঁরা শুরু করে অস্ত্রের মহড়া। হামলা করা হয় সাজ্জাদ ও তাঁর ছেলের উপর।
ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বলেন, রাতে বাড়ি ফেরার পথে ছেলেকে সঙ্গে নিয়ে বাসস্টান্ডে দাঁড়ায়। এরপর শান্ত’র অন্যায়ের প্রতিবাদ করলে সে আমার কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাকে অস্ত্র দিয়ে জখম করা হয়। আমার ছেলেকেও মারপিট করেছে তাঁরা। এই ঘটনার বিচার চাই।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ ঘটনায় শান্তকে প্রধান আসামি করে মোট ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী। দুপুরে প্রধান অভিযুক্ত শান্তকে গ্রেপ্তার হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এর মধ্যে একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য মালিকপক্ষ বন্ধ ঘোষণা করেছে। আজ রোববার মহানগরীর তিন সড়কের দুটি ও কাশিমপুর এলাকার একটি কারখানায় এ বিক্ষোভ করেন তাঁরা।
১ মিনিট আগেনোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১ দিকে নোয়াখালী পৌরসভার জয়কৃষ্ণপুর গ্রামের বাড়িতে এ হামলা চালানো হয়। গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে আবদুল ওয়াদুদ পিন্টু আত্মগোপনে রয়েছেন।
৭ মিনিট আগেমুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির জন্য থামা একটি লঞ্চে অনৈতিক কাজের অভিযোগে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মামলায় হয়েছে। আজ রোববার সকালে নেহাল আহমেদ ওরফে জিহাদের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে সদর থানায় মুক্তারপুর নৌ পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
১২ মিনিট আগেঅবরোধের কারণে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এতে গরমের মধ্যে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে সিঙ্গাইর থানা-পুলিশ গিয়ে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধকারীরা সড়ক থেকে সড়ে দাঁড়ান। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
১৩ মিনিট আগে