পাবনা প্রতিনিধি
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে পাবনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আজ বুধবার বেলা ২টার পর থেকে মেঘাচ্ছন্ন হতে থাকে আকাশ। বেলা সাড়ে ৩টার দিকে শুরু হয় বৃষ্টি। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে দমকা বাতাস।
এদিকে বৃষ্টিতে বাইরে বের হওয়া সাধারণ মানুষ বিপাকে পড়েছে। খেটে খাওয়া মানুষের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটেছে। কেউবা ছাতা নিয়ে জরুরি কাজে বাইরে বের হয়েছে।
বিকেল ৪টার দিকে শহরের শহীদ চত্বরে দেখা যায়, কয়েকজন গৃহবধূ শিশুদের প্রাইভেট পড়াতে নিয়ে যাচ্ছেন। বৃষ্টিতে আটকা পড়ে আশ্রয় নিয়েছেন পাশের দোকানের বারান্দায়। অনেক শিক্ষার্থীকে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতে দেখা গেছে। রিকশাচালকেরা পলিথিন জড়িয়ে রিকশা চালাচ্ছেন।
রাধানগর মহল্লার সালমা আক্তার নামের এক গৃহবধূ বলেন, ‘দেখলাম আকাশে মেঘ। মনে হলো বৃষ্টি হতে দেরি হবে। এর মধ্যে মেয়েটার কোচিং শেষ হয়ে যাবে। কিন্তু পথে আটকে গেলাম।’
কাজ শেষে বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন দিনমজুর ময়নাল হোসেন। বললেন, ‘বৃষ্টি আসলে আর কী করার আছে। আমাদের ঝড়ই কী, আর বৃষ্টিই বা কী। কাজ করেই খেতে হবে। কাজ না করলে পেটে ভাত জুটবে না। তাই বৃষ্টিতে ভিজেই কাজ করলাম। এখন বাড়ি যাচ্ছি।’
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে নিম্নচাপ শুরু হয়েছে। এ জন্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ রকম আরও দুই-তিন দিন থাকার সম্ভাবনা রয়েছে। তবে পাবনা অঞ্চলে ঝড় হওয়ার সম্ভাবনা নেই।’
নাজমুল হক আরও বলেন, ‘আজ পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বৃষ্টির পরিমাপ জানা যাবে।’
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে পাবনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আজ বুধবার বেলা ২টার পর থেকে মেঘাচ্ছন্ন হতে থাকে আকাশ। বেলা সাড়ে ৩টার দিকে শুরু হয় বৃষ্টি। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে দমকা বাতাস।
এদিকে বৃষ্টিতে বাইরে বের হওয়া সাধারণ মানুষ বিপাকে পড়েছে। খেটে খাওয়া মানুষের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটেছে। কেউবা ছাতা নিয়ে জরুরি কাজে বাইরে বের হয়েছে।
বিকেল ৪টার দিকে শহরের শহীদ চত্বরে দেখা যায়, কয়েকজন গৃহবধূ শিশুদের প্রাইভেট পড়াতে নিয়ে যাচ্ছেন। বৃষ্টিতে আটকা পড়ে আশ্রয় নিয়েছেন পাশের দোকানের বারান্দায়। অনেক শিক্ষার্থীকে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতে দেখা গেছে। রিকশাচালকেরা পলিথিন জড়িয়ে রিকশা চালাচ্ছেন।
রাধানগর মহল্লার সালমা আক্তার নামের এক গৃহবধূ বলেন, ‘দেখলাম আকাশে মেঘ। মনে হলো বৃষ্টি হতে দেরি হবে। এর মধ্যে মেয়েটার কোচিং শেষ হয়ে যাবে। কিন্তু পথে আটকে গেলাম।’
কাজ শেষে বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন দিনমজুর ময়নাল হোসেন। বললেন, ‘বৃষ্টি আসলে আর কী করার আছে। আমাদের ঝড়ই কী, আর বৃষ্টিই বা কী। কাজ করেই খেতে হবে। কাজ না করলে পেটে ভাত জুটবে না। তাই বৃষ্টিতে ভিজেই কাজ করলাম। এখন বাড়ি যাচ্ছি।’
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে নিম্নচাপ শুরু হয়েছে। এ জন্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ রকম আরও দুই-তিন দিন থাকার সম্ভাবনা রয়েছে। তবে পাবনা অঞ্চলে ঝড় হওয়ার সম্ভাবনা নেই।’
নাজমুল হক আরও বলেন, ‘আজ পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বৃষ্টির পরিমাপ জানা যাবে।’
আওয়ামী লীগ সরকার পতনের পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (ইডি) পদ থেকে বদলি করা হয়েছিল শফিকুল ইসলামকে। তবে নতুন কর্মস্থলে যোগ না দিয়ে বরং ৬০ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেছেন তিনি। বিএমডিএর বিএনপিপন্থী ও দীর্ঘ সময় বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ...
১ ঘণ্টা আগেরাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের জুনিয়র আইটি অফিসার হিসেবে ২০১২ সালের নভেম্বরে চুক্তিভিত্তিক নিয়োগ পান শহিদুর রহমান। এর পর থেকে প্রায় ১৫ বছর ধরে চাকরি করছেন তিনি। একই পদে শহিদুরের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে কর্মরত আছেন আরও ২৭ জন।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের দ্বিতল একাডেমিক ভবনের পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড। ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদানও বন্ধ। অথচ সেই ভবন এবং পাশের প্রশাসনিক ভবনের সংস্কারসহ বেশ কিছু মালামাল ক্রয়ের টেন্ডার আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। কলেজটির প্রশাসনিক ও একাডেমিক ভবন-১ মেরামতের..
১ ঘণ্টা আগেগত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেলেও ফের সক্রিয় হয়ে উঠেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আতঙ্ক হিসেবে পরিচিত মোখলেসুর রহমান সুমন (৩৬)। তাঁর অত্যাচারে অতিষ্ঠ নিজ এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।
২ ঘণ্টা আগে