Ajker Patrika

মেয়র পদ থেকে বরখাস্ত আব্বাস

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৪: ২৯
Thumbnail image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে করা মামলায় কারাগারে থাকা রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা গত বুধবার (৮ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। 

স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্বাস আলীর বিরুদ্ধে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে মামলা হয়েছে। তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, তাঁর বিরুদ্ধে পৌরসভার ১২ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছেন এবং তাঁকে গত ২৫ নভেম্বর কারণ দর্শানোর নোটিশ করা হলেও তিনি কোনো জবাব দেননি। সেজন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩১ উপধারা (১)-এর প্রদত্ত ক্ষমতাবলে আব্বাস আলীকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। 

সম্প্রতি বঙ্গবন্ধুর ম্যুরাল করলে ‘পাপ হবে’—আব্বাস আলীর এমন বক্তব্যের অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জেরে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত ১ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। পর পর দুবার নৌকা নিয়ে কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হওয়া আব্বাস আলীকে এরই মধ্যে আওয়ামী লীগের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

এদিকে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনেন পৌরসভার সব কাউন্সিলর। আর দায়ের হওয়া মামলায় আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে বৃহস্পতিবার তাঁকে আবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত