Ajker Patrika

বগুড়া-৩: দুই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হাতাহাতি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৯: ২৬
বগুড়া-৩: দুই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হাতাহাতি

বগুড়ার আদমদীঘিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা নিয়ে স্বতন্ত্র প্রার্থী ট্রাক ও কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় আদমদীঘি থানায় দুই পক্ষের কর্মীরা পাল্টা দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় দুই পক্ষের দুটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

অভিযোগ সূত্রে জানা যায়, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুরু হয় প্রার্থীদের প্রচারণা। গত বুধবার দুপুরে আদমদীঘি জনতা ব্যাংকের সামনে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের পোস্টারের ওপর কাঁচি প্রতীকের প্রার্থী অজয় সরকারের পোস্টার লাগানো নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ট্রাক প্রতীকের কর্মী রাজু আহম্মেদ নয়নসহ পাঁচজন গুরুতর আহত হন। এ ঘটনায় রাজু আহম্মেদ নয়ন বাদী হয়ে আদমদীঘি থানায় কাঁচি প্রতীকের কর্মী রশিদুল ইসলাম রশিদ, হাসানসহ ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। 

এদিকে কাঁচি প্রতীকের কর্মী-সমর্থক রশিদুল ইসলাম রশিদ বলেন, ‘সেদিন আদমদীঘি জনতা ব্যাংকের সামনে কয়েকজন নিয়ে কাঁচি প্রতীকের প্রার্থী অজয় কুমারের নির্বাচনী প্রচারণার কাজ করছিলাম। এ সময় সেখানে ট্রাক প্রতীকের কর্মী-সমর্থক আব্দুল হক আবু দলবদ্ধ হয়ে এসে আমার কাছে থেকে হ্যান্ড পোস্টার ছিনিয়ে নেন। এতে বাধা দিলে আমার শার্টের কলার ধরে এলোপাতাড়ি কিল, ঘুষি মারেন। পরে একই দিন বিকেলে আমার বাড়ির সামনে এসে তারা হুমকি-ধমকি দিয়ে যান। এ ব্যাপারে থানায় ট্রাক প্রতীকের কর্মী-সমর্থক আব্দুল হক আবুসহ চারজনের নামে লিখিত অভিযোগ করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত