Ajker Patrika

সিরাজগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৪: ০২
সিরাজগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল

সিরাজগঞ্জে কালো পতাকা মিছিল করেছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা। আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

দলের নেতা-কর্মীরা জানান, ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে’ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কালো পতাকা মিছিল করা হয়।

মিছিল-পূর্ব প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, যুগ্ম-সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান রানা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত