Ajker Patrika

খাবার তৈরি করতে দেরি হওয়ায় যুবকের আত্মহত্যা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ১১ জুন ২০২২, ১৫: ৪৫
খাবার তৈরি করতে দেরি হওয়ায় যুবকের আত্মহত্যা

নওগাঁর নিয়ামতপুরে সকালের খাবার তৈরি করতে দেরি হওয়ায় স্ত্রীর ওপর অভিমান করে দেলোয়ার হোসেন (৩২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ শনিবার সকালে এ বিষয়ে মৃতের বড় ভাই আব্দুল জব্বার (৩৫) থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

মৃত দেলোয়ার হোসেন উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঘুলকুড়ি গ্রামের জিয়ার মণ্ডলের ছোট ছেলে। শারমিন (১৪) ও মাহমুদ (৭) নামে তাঁর দুই সন্তান রয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টার দিকে দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী কমলার (২৭) মধ্যে খাবার নিয়ে কথা-কাটাকাটি হয়। খাবার রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীর ওপর অভিমান করে নিজ ঘরে চলে যান দেলোয়ার হোসেন। এক ঘণ্টা পর কমলা তাঁকে ডাকতে গেলে দেখেন দেলোয়ার হোসেন গলায় গামছা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়েছেন। এ সময় কমলার ডাকচিৎকারে স্থানীয়রা এসে তাঁর ঝুলন্ত মরদেহ নিচে নামায়। পরে থানার পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

দেলোয়ারের স্ত্রী কমলা বলেন, ‘আজ সকালে রাজমিস্ত্রির কাজে যাবে বলে খাবার রান্না করতে বলে। খাবার রান্না করতে একটু দেরি হওয়ায় রাগ করে ঘরে চলে যায়। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখি আমার স্বামী গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। এ সময় আমার ডাকচিৎকারে পাড়া-প্রতিবেশীরা এসে তাঁকে মাটিতে নামায়। খাবার রান্না নিয়ে এ ধরনের ঘটনা ঘটবে তা আমি চিন্তাও করতে পারিনি।’ 

দেলোয়ারের বড় ভাই আব্দুল জব্বার বলেন, ‘দেলোয়ার ও আমার আলাদা সংসার। আজ সকালে আমি বাড়ির বাইরে ছিলাম। পরে খবর পেয়ে ছুটে এসে দেখি আমার ছোট ভাই আর নেই। সকালে তাঁর স্ত্রীর সঙ্গে খাবার রান্না নিয়ে কথা-কাটাকাটি হয়। অন্যদিকে, তিন মাস আগে আমাদের বাবার সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যায়। এখনো বাবার পা ঠিক হয়নি। বাড়িতে থেকেই চিকিৎসা চলছে। ফলে বাবার চিকিৎসায় অনেক টাকা খরচ হচ্ছে। এসব নিয়ে আমার ছোট ভাই অনেক দুশ্চিন্তায় ছিল।’ 

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হ‌ুমায়ূন কবির বলেন, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত