সিরাজগঞ্জ প্রতিনিধি
স্কুলছাত্রী অন্তঃসত্ত্বার ঘটনায় সিরাজগঞ্জের চৌহালীতে ১৫ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মোছা. নাহিদ রহমান শরীফ তাঁকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার) পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় গতকাল বুধবার ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। পরে ওই দিন রাতে অভিযুক্ত সহপাঠী ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌহালী আমলি আদালত) আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, স্কুলছাত্রীর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়। তার মায়ের মৃত্যুর পর সে চৌহালীতে তার নানার বাড়িতে বসবাস করে এবং স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণির ছাত্রী।
একই স্কুলের ছাত্র হওয়ায় অভিযুক্তের সঙ্গে তার বন্ধুত্ব হয়। পরে ওই কিশোর বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক করে। এখন সে ৯ মাসের অন্তঃসত্ত্বা। ভুক্তভোগীর পরিবার বিষয়টি ওই কিশোরের পরিবারকে জানায়। কিন্তু তারা বিয়ে দিতে রাজি হয়নি। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে অবগত করে বিচার না পেয়ে মামলাটি দায়ের করে ভুক্তভোগীর পরিবার।
সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ইন্সপেক্টর মোহা. মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো ব্যক্তি যদি ১৮ বছরের নিচে হয় তাহলে সে শিশু। গ্রেপ্তার ওই কিশোর এখন জিআরও অফিসে আছে। পুলিশ স্কট আসার অপেক্ষায় আছি। স্কট আসলে তাকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানো হবে।’
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা বুধবার রাতে অভিযুক্ত সহপাঠীকে (কিশোর) গ্রেপ্তার করে আজ আদালতে পাঠিয়েছি।’
স্কুলছাত্রী অন্তঃসত্ত্বার ঘটনায় সিরাজগঞ্জের চৌহালীতে ১৫ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মোছা. নাহিদ রহমান শরীফ তাঁকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার) পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় গতকাল বুধবার ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। পরে ওই দিন রাতে অভিযুক্ত সহপাঠী ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌহালী আমলি আদালত) আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, স্কুলছাত্রীর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়। তার মায়ের মৃত্যুর পর সে চৌহালীতে তার নানার বাড়িতে বসবাস করে এবং স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণির ছাত্রী।
একই স্কুলের ছাত্র হওয়ায় অভিযুক্তের সঙ্গে তার বন্ধুত্ব হয়। পরে ওই কিশোর বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক করে। এখন সে ৯ মাসের অন্তঃসত্ত্বা। ভুক্তভোগীর পরিবার বিষয়টি ওই কিশোরের পরিবারকে জানায়। কিন্তু তারা বিয়ে দিতে রাজি হয়নি। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে অবগত করে বিচার না পেয়ে মামলাটি দায়ের করে ভুক্তভোগীর পরিবার।
সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ইন্সপেক্টর মোহা. মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো ব্যক্তি যদি ১৮ বছরের নিচে হয় তাহলে সে শিশু। গ্রেপ্তার ওই কিশোর এখন জিআরও অফিসে আছে। পুলিশ স্কট আসার অপেক্ষায় আছি। স্কট আসলে তাকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানো হবে।’
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা বুধবার রাতে অভিযুক্ত সহপাঠীকে (কিশোর) গ্রেপ্তার করে আজ আদালতে পাঠিয়েছি।’
রংপুরের পীরগাছায় অন্যের বন্ধক রাখা মোবাইল ফোন থেকে ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. এমিল উদ্দিন (২৭) রংপুর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের তাজহাট থানার আশরতপুর এলাকার মো. আফজাল হোসেনের ছেলে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম
৫ মিনিট আগেকুমিল্লায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত ভোররাতে ফেনীর মহিপাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেসৈয়দপুরে শিক্ষার্থী ইয়াসিন (১৯) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ শুক্রবার সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় এক ঘণ্টা সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।
১৪ মিনিট আগেসাত মাস আগে পারিবারিকভাবে এক সৌদিপ্রবাসীর সঙ্গে ১০ লাখ টাকা দেনমোহরে ভিডিও কলে বিয়ে হয়েছিল ২০ বছরের এক তরুণীর। সম্প্রতি দেশে ফিরেছেন সেই বর। তরুণীর পরিবার অভিযোগ করেছে, দেশে ফিরে বউ পছন্দ হয়নি বলে বেঁকে বসেন বর। পরে ঘরে তোলার শর্তে বর তাদের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেছেন। তরুণীর পরিবারের আরও
৩৮ মিনিট আগে